ফেসবুক এ এক মেয়ের সাথে - TopicsExpress



          

ফেসবুক এ এক মেয়ের সাথে আমার মাঝে মাঝে কিঞ্চিৎ বাক্যালাপ হয়ে থাকে । আজকে দুপুরেও কথা হচ্ছিলো । এক পর্যায় ওই পাশ থেকে reply আসলো “খাইছি তোরে” !! আমি ভ্যাবাচ্যাকা খাইয়া চেয়ার এর থেকে পড়তে পড়তে বাঁচলাম । আমি নিজেকে ভদ্র সভ্য ছেলে হিসাবেই জানি । তাই কোন মেয়ের কাছ থেকে এমন কথা শুনব কল্পনাও করি নাই । তাই বুকে স্যাপ দিয়া আমি কি করলাম লিখতে যাব তার আগেই ওই পাশ থেকে.. “সরি সরি সরি । অন্য এক জন এর টেক্সট ভুলে তোমাকে দিয়ে ফেলছি” । মেয়েরা সাধারনত এই ধরনের ভুল করে না.. কিন্তু এমন ভুল করাই তাদের পক্ষে স্বাভাবিক । কারন তারা online এ আসা মাত্র যেই হারে টেক্সট আসতে থাকে । আমি এক বান্ধবির ফেসবুক এ সেটিং ঠিক করতে তার অ্যাকাউন্ট এ গেছিলাম একবার । লগ ইন করা মাত্র একসাথে পাঁচ জন নক করছে । এদের জ্বালায় কি কাজ করব ? আমি তো reply দিতে পারছি না । তারপরও তারা থামে না । কথা বল না কেন ? রাগ করছ ? এই এমন করছ কেন ? মেয়েদের কাছে প্রশ্ন, আপনারা এদের সামলান ক্যামনে ? আর একজন ফেসবুক এ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তার fake account বের হয়ে গেছে । এখন সবাই মিলে report করেও ওই অ্যাকাউন্ট বন্ধ করা যাচ্ছে না । একটা ছবি upload দেয়ার আগে দশ বার ভাবা লাগে যে এই ছবি কই যাবে । ভাই, আমরা তো কাইত হইয়া, চিত হইয়া, উপুর হইয়া আরও কত রকম ভাবে ছবি upload দিতে পারি । আমাদের ছবি তো কেউ দেখেই না । status দিলেও ঝামেলা! Example দেই.. স্ট্যাটাস, Feeling sad কমেন্টস, ছেলে ১ : কি হইছে তোমার ? ছেলে ২ : tension এ আমার ঘুম হচ্ছে না । বল কি হইসে ? এখানে বলা যাবে না, inbox এ বলবা ? ছেলে ৩ : হায় হায় কি হইল ? বল কি হইসে ? আমি এখনি তোমার মন ভাল করে দিচ্ছি । মেয়ে : কিছু না । এমনিতেই.. ছেলে ১ : এমনি কেন ? ছেলে ২ : মন খারাপ করা তোমার ওই বিসন্ন মুখ টা দেখতে ইচ্ছা করছে । নিশ্চয়ই তোমায় অনেক সুন্দর লাগছে । ছেলে ৩ : ভাই আপনি ঠিক কইলেন না । ওর হাসি খুশি মুখটাই বেশি সুন্দর । ছেলে ২ : ওই মিয়া আপনি আমার চে অরে বেশি চিনেন ? আমি আপনার আগে থেকে ওর ফ্রেন্ড । ছেলে ৩ : আগে ফ্রেন্ড হইলেই ভাল ফ্রেন্ড হয় ? তুই ব্যাটা ...... ছেলে ২ : ওই তোর........................ (অতঃপর স্ট্যাটাস remove করতে বাধ্য হইলেন) যারা এইসব কাজ করেন তারা বোধ হয় মানসিক ভাবে সুস্থ না । আচ্ছা আপনার বোন অথবা প্রেমিকা এমন পরিস্থিতির সম্মুখীন হলে আপনার ক্যামন লাগত একবার ভাবুন তো ? আর মেয়েদের উদ্দেশে বলতে চাই, আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার... কিন্তু একটা কথা এই পৃথিবী তে সবার মন রক্ষা করে চলা যায় না । সবার মন রক্ষা করে চলতে গেলে দেখবেন কারই মন রক্ষা হয় নাই । life is better when you decide you dont care. লিখা : Ehsan
Posted on: Tue, 22 Oct 2013 13:48:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015