ফেসবুকে একটা মেয়ের - TopicsExpress



          

ফেসবুকে একটা মেয়ের (পুতুল) সাথে আমার কথোপকথোন.... আমিঃ বালিকা তোমার ফোন নাম্বার দিয়না এমন জনকে যে মিস দেয় তোমায় আর ফোন দেয় আরেক জনকে মেয়েঃ Who r u? আমিঃ মে তেরা হিরো বাকি সব জিরো মেয়েঃ Bye আমিঃ শোন বলি তোমায় না বলা কথা গুলো আজ বলে দিতে চাই মেয়েঃ থাক আর বলতে হবে না By আমিঃনা না না তা হবে না কথা শুনে যাওবলতে চাই একটা কথা পিছু ফিরে চাও মেয়েঃ Yap আমিঃ তোরে পুতুলের মতো করে সাজিয়ে হ্নদয়ের কুঠোরে রাখব মেয়েঃ খাকার মতো জায়গা আছে লাগবে না আমিঃ ঘুরি তুমি যার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়ে বড় মেয়েঃ Hmm আমিঃ যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায় মেয়েঃ Hahaha আমিঃ ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি দেখি স্বপ্ন কাটে আমার দিবা নিশি মেয়েঃ amr fv8 akta song. ame gaan sunty khub valobasi (এখানে একটি কিস ইমো হবে) আমিঃ একখান চুম্মা দিয়া কারেন্ট লাগাইলি দুইখান চুম্মা দিয়া বল্টেজ বাড়াইলি তিন খান চুম্মা দে আমায় মেয়েঃ যা যা বেহায়া পাখি যানা অন্য কোথাও যানা কেউ করেনি মানা আমিঃ তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায় এক জীবনে এত চুম্মা পাবো কোথায় মেয়েঃ No Reply আমিঃ বাতাশে কান পেতে থাকি এই বুঝি আসলে তুমি ফেসবুকে চোখ মেলে রাখি এই বুঝি পাঠালে রিপলে মেয়েঃ No Reply আমি আজও Reply আশায় থাকতে থাকতে কঙ্কাল হয়ে গেলাম..!! (Copy post)
Posted on: Wed, 13 Aug 2014 13:22:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015