ফেসবুক এমন একটা যায়গা - TopicsExpress



          

ফেসবুক এমন একটা যায়গা যেখানে Male থেকে Female হতে সময় লাগে ১সেকেন্ড ! ফেসবুক এমন একটা যায়গা যেখানে বন্ধুত্ব একটা ক্লিকেই শেষ Click Unfriend! ফেসবুক এমন একটা যায়গা যেখানে সেকেন্ডে In a Relationship আবার ১সেকেন্ডেই Single. ফেসবুক এমন একটা যায়গা যেখানে Engaged থেকে Married হতে লাগে ১ সেকেন্ড আর Divorced ও হয় এক ক্লিকে । ফেসবুক এমন একটা যায়গা যেখানে Languages Bengali, Hindi and English শেখা লাগে না ! ফেসবুক এমন একটা যায়গা যেখানে জন্মদিন দৈনিক করা যায়,Birthday তারিখ বদলান আর Wish গ্রহন করুন । ফেসবুক এমন একটা যায়গা যেখানে খালাকেও Sister লিষ্টে এড করা যায় । ফেসবুক এমন একটা যায়গা যেখানে সবই পাওয়া যায় কিন্তু বাস্তবে কিছুই নেই । সত্যিই এ কোন গ্যারাকলে এসে পড়লাম ? না পারি ছাড়তে না পারি ধরতে। জুকায় হালায় এ কোন জাল তৈরী করলো বের হওয়ার রাস্তা নাই!!
Posted on: Wed, 27 Aug 2014 10:42:44 +0000

Trending Topics



n-height:30px;"> I GOT THE JOB!! Well actually I got it like two weeks ago,
The Coalition for Clean and Fair Elections (BERSIH 2.0) is seeking
Fearfuldogs shared the following link and had this to say about
Ok people, its Monday, so you know the drill! The biggest night
Howard Miller 611-082 Diana Grandfather Clock by Rating: 5 out
So it is the birthday of Virat Kohli today. today we Pakis &
NO INVESTMENT REQUIRED—Paid In Rupees Dear friends Are you
Ambush In The Night (Ooh-wee, ooh-wee, ooh-wa!) See them

Recently Viewed Topics




© 2015