ফেসবুক চালাতে গিয়ে - TopicsExpress



          

ফেসবুক চালাতে গিয়ে আমাদের বেশিরভাগ সময় যে সমস্যায় পড়তে হয়, তা হল Photo verification । আসলে Photo Verification হচ্ছে ID টা যে আপনার তা Verify করার জন্য ফেসবুক এর Default একটা পদ্ধতি । অনেকেই অনেক পেজ এ লিখে থাকে যেঃ Photo verification থেকে বাচার জন্য আপনি আপনার Photos of you এলবাম থেকে অপরিচিত সকল Photo remove করে দিন, Tag করা Photo, timelime এ Add করবেন না,করলে আপনার ID হারাতে হবে ইত্যাদি ইত্যাদি । কিন্তু ঐসব এডমিনরা মনে হয় এইটা জানে না যে Photo তে একজন কে নয় অনেক জনকে Tag করা হয়ে থাকে । Photo verification এ বেশিরভাগ সময় কোন একটা photo এর আসল মালিক কে(যে আপনাকে tag করেছে ) তাকে না দেখিয়ে যাদের যাদের Photo তে Tag করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম মূলত Option এ থাকে, photo এর আসল মালিক এর নামে কোন option থাকে না । একটা উদহরণ দিয়ে আমি তা পরিষ্কার করছি । ভাল করে লক্ষ্য করবেন । ধরুন আমি আমার একটা PHOTO তে আরিফ, অর্ণব ,বোরহান এবং আমার আর ও কয়েকজন বন্ধুদের Tag করলাম । এখন অর্ণব এর একাউন্ট যদি Lock or suspend হয়ে যায়, আর যদি Photo verification এ আমার Photo appear হয়, Option এ আমার নাম থাকবে না,থাকবে আরিফ অথবা বোরহান অথবা আমি আরও যাদের Tag করেছি তাদের মধ্যে যেকোন একটা নাম। এবং ঐ নামটাই হবে সঠিক উত্তর । এজন্য যারা এই সমস্যাই পড়েছেন তারা অনেকেই বলবেন photo verification একটা ফালতো সিষ্টেম, কিছুই মিলে না । কিছু Tricks খাটালে Photo verification এর সাহায্যে ও আপনি আপনার ID ফেরত পেতে পারেন। Tricks টা অনেক কষ্টকর এবং সময়সাপেক্ষ হওয়ায় এইটা আমি পরাবর্তী দিব। এখন মজার বিষয় সবাই বলে থাকে আমাকে Tag দিবেন না, আমার ID lock হয়ে গেলে Photo verification চাবে । কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে ID lock or suspend শুধূ অতিরিক্ত TEGGING এর জন্য হয় না,ফিসিং সাইট, স্প্যামিং, Unknown browser থেকে লগ ইন, Unknown location থেকে লগ ইন এর জন্য ও হতে পারে । কাজেই বুঝতেই পারছেন আপনাকে যদি কেউ Tag না ও করে, তাহলে ও আপনি Photo verification এ পড়তে পারেন। এখন আমি সবাইকে বলি আপনারা যত খুশি Tag করেন, যত খুশি হ্যাক করার চেষ্টা করেন,আমার কিছুই হবে না, আর হলেও তা ঠিক করতে আমার বেশিক্ষণ লাগবে না। কিভাবে আমি এই সাহস পাই তা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব । আগেই বলেছি Photo verification হচ্ছে ID টা যে আপনার তা verify করার একটা Default প্দ্ধতি । কাজেই বুঝতেই পারছেন,যদি আপনি পূর্ব থেকেই আপনার ID verify করার অন্য কোন পদ্ধতি তৈরি করে রাখdন তাহলে আপনি Photo verification ছাড়াই আপনার ID ফেরত পেতে পারেন। photo verification ছাড়া ID verify করার আরও দুইটা পদ্ধতি আছে । ১/একটিভ মোবাইল নাম্বার এর সাহায্যে(মোবাইল নাম্বার Active করার পদ্ধতি জানতে PART 3 দেখুন) ২/ Security question এর সাহায্যে । Security question set করতে নিচের step গুলা অনুসরণ করুন । SETTING -- SECURITY -- SECURITY QUESTION -- SELECT QUESTION -- GIVE ANS -- GIVE FB CURRENT PASSWORD -- SAVE এখন যদি আপনার ID LOCK OR SUSPEND হয়ে যায় তাহলে আপনি ৩ টা option পাবেন যা নিচে দেওয়া হলঃ ১/ Text a security code to your phone ২/ Verifiy account by answering security question ৩/ Identify photos of friend (photo Verification) এখন আপনার ID lock হয়ে গেলে Photo verification ছাড়াই ১ নং অথবা ২ নং যেকোন একটা verifiction system দিয়ে আপনি আপনার Id unlock করতে পারবেন । তবে ২ নং পদ্ধতি টা সবচেয়ে বেশি সুবিধাজন SECURITY QUESTION এবং ACTIVE MOBILE NUMBER দুইটাই ফেসবুক এর SECURITY এবং RECOVERY এর জন্য খুব গুরূত্বপূর্ণ । বিষেষ করে SECURITY QUESTION এতটাই গুরূত্বপূর্ণ যে কেউ যদি আপনার একাউন্ট হ্যাক করে আপনার ইমেইল,মোবাইল নাম্বার CHANGE ও করে ফেলে তাহলে আপনি security question দিয়ে ও তা ফেরত পেতে পারেন । কেউ খারাপ কমেন্ত কর্লে আমি আর পোস্ত দিব না। > মিরন
Posted on: Sun, 29 Sep 2013 16:47:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015