ফেসবুকে ছেলেরা যখন - TopicsExpress



          

ফেসবুকে ছেলেরা যখন মেয়্দের কটাক্ষ করে স্ট্যাটাস দেয় তখন খুব খারাপ লাগে। আমি পারিনা। ক্রাশ পেইজ গুলোতে ইদানিং এই চর্চাটা আরো বেড়ে গেছে। সেখানে ঘৃনার চাষ হয়। আমার ভালো লাগেনা এসব। ভালো লাগাতে পারিনা। কীভাবে পারবো? প্রচন্ড মমতায় যিনি আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন, তিনি আমার মা, একজন মেয়ে মানুষ। প্রচন্ড খারাপ লাগলে যাকে ফোন দিয়ে কাদি সে আমার বোন, একজন মেয়ে মানুষ। হোস্টেলে থাকি, আত্মীয়পরিজন বিহীন হয়ে, এর মাঝে ভালো না লাগলেই কিছু না বলেই যার কাছে চলে যাই সে আমার বন্ধুর বোন, নিজের বড় বোনের মতই পরম মমতার সাথে কথা বলেন, তিনি একজন মেয়ে। প্রতিটা মুহুর্ত যার কথা ভাবি, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠেই যার কথা মনে হয়, যার সামান্য ভালোবাসা পাওয়ার জন্য বুভুক্ষের মত আশায় থাকি, সে একটা মেয়ে। আমার চারপাশে এতো মমতাময় করে রেখেছেন যারা, ভালোবাসার জালে জড়িয়ে রেখেছেন যারা, তাদের মতোই একজন মা কে, একজন বোনকে কীভাবে অপমান করি আমি? ভেবে পাইনা ফেসবুকে যারা মেয়েদের কটাক্ষ করে, তাদের কি মা নেই? বোন নেই? তারা কি এই মায়া মমতা গুলো অনুভব করতে পারেনা?
Posted on: Wed, 18 Sep 2013 07:15:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015