ফেসবুক পরীক্ষা : - TopicsExpress



          

ফেসবুক পরীক্ষা : ২০14 বিষয় : ফেসবুক ২য় পত্র পূর্নমান : ১০০ সময় : ৩ ঘন্টা ১. শর্ব্দাথ লিখ: (যেকোন ৫ টি) [২x৫=১০] Chat, Like, Comment, Tag, Poke, Hack, fake ২.পূর্নরুপ লিখ: (যেকোন ৫ টি) [২x৫=১০] CTN, LOL, ASM, BRB, TAA, FB 3.টিকা লিখ (যে কোন ১টি) [১x১০=১০] মার্ক জুকারবার্ক, ফটোভেরিফিকেশন ৪. রচনামূলক প্রশ্ন: (যেকোন ২টি ) [২x১০=২০] ক) ফেসবুকের ফটো ভেরিফিকেশন সিস্টেমটি একটি হিংস্রর দানবেরথাবা__ (উক্তিটির যথার্থতা বিশ্লেষন কর) খ) ফেক আইডি বুজার উপায় গুলো লিখ__ ঘ) মেয়েদের ভাবের এতো কারন কী__ ৫. গল্প লিখন: (যেকোন ১টি) [১x১০=১০] - হিজলার প্রেম। - বাস্তব জীবনে প্রেম পাই না, তাই ফেসবুকে হিজলা হইলাম। ৬. ভাবসম্প্ৰসারন লিখ: (যেকোন ১টি) [১x১০=১০] ক) আমরা যোগাযোগ না, ফেমাস হইতে আইছি। খ) ঘুমিয়ে আছে সকল সেলিব্রেটি, ফেসবুকেরি অন্তরে। ৭. পত্র লিখ: (যেকোন ১টি) [১x১০=১০] ক) ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করার জন্য টাকা চেয়ে, পিতার নিকট একটি পত্র লিখ । খ) ফেক আইডির সাথে প্রেম করার অনুভূতি জানিয়ে, তোমার বন্ধুর নিকট একটি অনুভূতি পত্র লিখ ৮. রচনা লিখ: (যে কোন ১টি) [১x২০=২০] ক) ফটোভেরিফিকেশন, খ) ব্লক, গ) ফেসবুক সেলিব্রেটি
Posted on: Thu, 28 Aug 2014 12:09:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015