ফেসবুকের বড় একজন মুফতীর - TopicsExpress



          

ফেসবুকের বড় একজন মুফতীর তথ্য উৎঘাটন করলাম। তিনি আলেমদের নিয়ে অনেক বিষোদাগার করে থাকেন! তবে তিনি ইসলামিক পণ্ডিত না; ফেসবুকের মহা পণ্ডিত! তাকে সতর্ক স্বরূপ বলছি ভালো হতে পয়সা লাগে না! আপনি নিজেকে রাজনীতি গবেষক মনে করেন! আপনি আসলে রাজনীতির " র "টাও বুঝেন না। আপনার আকৃতি-প্রকৃতি বেশ জানি। মাদরাসার কোন বারেন্দায় পড়েন তাও জানা আছে। পূর্বে কী করেছেন তাও জানা আছে। আপনার চেহারা উন্মোচন করার আগে ভণ্ডামি ছাড়েন।@ সম্মানার্থে নাম প্রকাশ করলাম না! আল্লাহই বন্দাকে সুযোগ দেন, বন্দায় দিলে সমস্যা কী?
Posted on: Fri, 05 Jul 2013 01:33:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015