ফজল মিয়ার লুঙ্গি ড্যান্স - TopicsExpress



          

ফজল মিয়ার লুঙ্গি ড্যান্স !!!!! -------------------------------------------------------------------------------------------------- যে কোন আমুদে মানুষের সঙ্গ আমি দারুণভাবে উপভোগ করি। পারলে আমুদে লোকটাকে মাথায় তুলি !! বহুদিন পর একজন আমুদে মানুষের দেখা মিলল। নিরাপদ খাবার চাই একটি আন্দোলনের সঙ্গে আমি সক্রিয় জড়িত। এই আন্দোলনের নেপথ্যে কাজ করছে ভোক্তা Voluntary Consumers Training & Awareness Society (VOCTA) নামের একটি বেসরকারী অলাভজনক সংগঠন। আমি সংগঠনটি সাংস্কৃতিক দূত। সেই সূত্রে আজ দিনব্যাপী নরসিংদী জেলার বিভিন্ন হাটে বাজারে বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত ফল ও শাক-সবজির গুরুত্বের কথা বলেছি তৃনমূল পর্যায়ের মানুষদের। প্রচারনামূলক লিফলেটসহ আমরা ঢুকে পরলাম নরসিংদী কাঁচাবাজারে। সবজি বিক্রেতাদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করছিলাম । হঠাৎ একজন আলু বিক্রেতা আমাকে ও বন্ধুবর সজলের দৃষ্টি আকর্ষন করলেন। দরাজ কণ্ঠে বললেন, আছি আপনাদের সঙ্গে, আমরাও ফরমালিন মুক্ত খাবার চাই, সুন্দর একটি দেশ চাই । প্রাসঙ্গিকভাবে উচ্চস্বরে সে আরো কিছু কথা বলল। তার বলার ভঙ্গি একজন সুশিক্ষিত মানুষের মতো। প্রতিটা কথার স্পষ্টতা আমাকে মুগ্ধ করলো। আমি তার নাম জানতে চাইলাম, তিনি ঝটপট বললেন, আমার নাম মোহাম্মদ ফজল মিয়া। তবে কেউ আমাকে মোহাম্মদ বলে ডাকে না। আমি একজন খুদে ব্যবসায়ী। এই বাজারে সবাই আমারে ফজল নামে চিনে। আমি বললাম, ফজল ভাই আপনিতো দেখছি লুঙ্গি পরেছেন, আমি লুঙ্গি নিয়ে আপনাকে একটি পুঁথি শোনাই । এই বলেই আমার লুঙ্গি শীর্ষক পুঁথিটা গাইতে লাগলাম, আমার দাদা পরছে নানা পরছে এমন পোশাক ভাই, যে পোশাকে হুক চেইন বেল্টের ব্যাপার নাই...। পুঁথির সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ জমে গেল এবং পুঁথির সঙ্গে তালি দিতে লাগলো বেশ কিছু উৎসাহী লোক। পুঁথি ও হাতের তালিতে মুখরিত পুরো সবজি বাজার । পুঁথি এবং হাতের তালে একাকার । আচমকা ফজল মিয়া তার লুঙ্গির আচল ধরে ধুমধারাক্কা নাচতে লাগলো । বাজার জুড়ে হৈ হৈ রৈ রৈ কাণ্ড । ফজল মিয়ার লুঙ্গি ড্যান্স যেন শাহরুখ খানকেও হার মানায়। আমরাও তার নাচের তালে তালে মনেপ্রাণেই নেচে উঠি, আহা সে কি আনন্দ ! ফজল মিয়ার লুঙ্গি ড্যান্স !! কখনোই ভুলবার নয় । --------------------------------------------------------------------------------- কাব্য কামরুল ১৭ অক্টোবর ২০১৪ ঢাকা
Posted on: Fri, 17 Oct 2014 17:45:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015