ফুলের কানে ভ্রমর - TopicsExpress



          

ফুলের কানে ভ্রমর এসে,চুপি চুপি বলে যায়। তোমায় আমার সারাটি হ্রদয় ,নীরবে জড়াতে চাই। ও ও ও আ আ আ আ ....................................... এসেছ আমার প্রানে গানের মালা হতে চেয়েছি তোমাই শুধু আমার কাছে পেতে ফুলের সুরভী হয়ে ভালোবেশে যেতে। ও ও ও আ আ আ আ ....................................... বকুল ছড়ানো পথে জীবনে তুমি এলে, তোমার পরসে যেন ভুবন ভরে দিলে, মুগ্ধ আবেশে দেখি ,২টি হিয়া দোলে।
Posted on: Sun, 21 Dec 2014 19:24:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015