ফ্রেন্ডশীপ ডে, লাইফের - TopicsExpress



          

ফ্রেন্ডশীপ ডে, লাইফের বিভিন্ন স্টেজে এর আবেদন বিভিন্ন রকম ছিল, প্রাইমারি লেভেল এ আমার প্রথম ফ্রেন্ড একজন ছিল, ওর সাথে ক্লাস ওয়ান এ ফার্স্ট দিন দেখা হয়, তখন থেকেই ফ্রেন্ডশীপ , তবে বাসায় হুজুর আম্মারে এই নিয়া কত বয়ান দিত, আপনার ছেলে নাসারা (আমার স্কুলের প্রথম বন্ধু ক্রিশ্চিয়ান ছিল ) দের সাথে বন্ধুত্ব করসে , ব্লা ব্লা ব্লা, আম্মু শুধু হাসত :p দেন আস্তে আস্তে স্কুলের সবার সাথে পরিচয় হতে লাগল, ১০ বছরেরে জীবনে সাধারনত মনে হয় নাই ওরা কতটা ইম্পর্টেন্ট, বোঝা গেল ফেয়ারওয়েল এর দিন, জীবনে যে সচরাচর কাঁদে না, সেই পুলক হাঊমাঊ করে কাঁদল সেদিন, দেন পাশ করে ভর্তি হলাম ঢাকা কলেজ এ, ভাগ্য ভাল ছিল, এক গাদা স্কুল ফ্রেন্ড এর সাথে আছি, তবে কোচিং করার সুবাদে বন্ধুত্ব হল অনেকের সাথে, অনেকের সাথে যোগাযোগ আছে। অনেকের সাথেই নাই , সেই দিন গুলা মিস করি অনেক, কোচিং এর গ্যাপ এ মল্লিকার সামনে আড্ডা , গেঞ্জাম, মারপিট , কি করি নাই এই দুই বছরে, মামাজ বয় ইমেজকে চোখে আঙুল দেখায়ে পুরা ডি সি বয়েজ 8| লাইফটাকে এঞ্জয় করা হইসে , তবে হয় নাই পড়াশুনা, গৎবাঁধা কলেজ লাইফের টেস্ট পাই নাই, দেন ভর্তি হইলাম বুয়েট নামক জায়গায়, ডিপার্টমেন্ট এ পরিচিত কেউ নাই, তবে কয়েকজনের সাথে ফেসবুকে পরিচয় হইসিল, তাদের সাথেই প্রথম কয়েকদিন চলত, তবে Swakshar Saha কে পেয়ে ভাল্লাগলো এটলিস্ট একজন তো আসে আমার কলেজ এর , দেন আর কি, পিছে ফিরে তাকাতে হয় নাই, আস্তে আস্তে সার্কেল বড় হতে লাগল, এখন এমন হয়ে গেসে যে তাদের ছাড়া প্রতি মুহুর্ত অচল, তাদের প্রদত্ত বাঁশ না খেলে খাবার হজম হয় না :p আর এই কয়বছরে ফেসবুক নামক সামাজিক মাধ্যমের কল্যাণে অনেক বন্ধু হইসে, তন্মধ্যে বিশেষ কয়েকজন জীবনে খুব গুরুত্বপূর্ন অবস্থানে আছে :) আর নানা কাজে জড়িত থাকার সুবাদে প্রতিদিনই পরিচয় হচ্ছে নতুন নতুন মানুষের সাথে, তাদের মধ্য থেকেও আমার বন্ধুতালিকায় অনেকেই স্থান দখল করে আছে, পরিশেষে এইটুকুই বলতে চাই, তোরা ছিল, তোরা আছিস, জানি তোরাই থাকবি :) বি দ্র : ইচ্ছা করেই কাউকে ট্যাগ করলাম না যারা যারা পড়বে, বুঝতে পারবে, কাদের কথা বললাম, আর অনেকের কথা হয়ত মিস হয়ে যেতে পারে, ক্ষমাপ্রার্থি
Posted on: Sat, 03 Aug 2013 20:12:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015