বিএনপিকে নয়া পল্টনে - TopicsExpress



          

বিএনপিকে নয়া পল্টনে সাধারণ একটা মিছিল যেখানে করতে দেওয়া হয়না, সেখানে ছাত্রদলের তথাকথিত পদবঞ্চিতদের কিভাবে পুলিশ প্রোটেকশনে মিছিল করতে দেয় ? ঘটে কোনও বুদ্ধি থাকলে বুঝা যায় কে কার পক্ষে কি করতাসে ... আর বেগম জিয়া কি আন্দোলনের পরে কমিটি করলে ভালো করতেন না ? অন্তত আন্দোলনে যে ভালো করবে, তাকে রেওারডের মুলা দেখায়া আন্দোলন জমানো যেত! এখন তো যারা কমিটিতে আছে, তারা র‍্যাডিসনে বসে থাকলেও কমিটিতেই থাকবে, অন্যদিকে যারা কমিটিতে নাই, তারা তো আর রাস্তায় আসবেই না !! তবে আমেরিকান সিস্টেমের মতো, সকল কমিটি সাধারণ সদস্যদের সরাসরি ভোটে হলে এরকম ক্যাচাল হতোনা ! আশা করি শুধু ফাকা বুলি না, ইন্টারনাল ডেমক্রেসির দিকেও আকলমন্দরা নজর দিবেন !
Posted on: Fri, 17 Oct 2014 12:33:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015