বিএনপি নেতৃত্বাধীন - TopicsExpress



          

বিএনপি নেতৃত্বাধীন বিরুধী জোটের ডাকা অবরোধ- হরতালে দেশে কার্যত অচল!! রাজধানী প্রায় বিচ্ছিন্ন!! ত্রিশোর্ধ জেলা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে!! ব্যাপক জনসম্পৃক্ত এই গণ আন্দোলন দাবানলের ন্যায় দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত আছড়ে পড়লেও--রাজধানীঅনেকটা নিষ্প্রভই বলা চলে!! সারা দেশ টালমাটাল হলেও--সে তূলনায় সহিংসতা বলা যায় নামমাত্রই!!যতোটুকোই হচ্ছে তাও পুলিশের অতি বাড়াবাড়ি আর আওয়ামীদের অসহিষ্ণুতার ফলেই!! ঢাকার বাইরে গাড়ী ভাংচুর হলেও--গাড়ীতে আগুন দেওয়া হয়েছে~ এমন খবর তেমন একটা শোনা যায়নি!!অথচ যে ঢাকা সার্বক্ষনিক নিরাপত্তা চাদরে আবৃত আর আন্দোলন বিমুখ--সেই ঢাকাতেই কিনা অহরহ যাত্রীবাহী যান, বিআরটিসি বাস আর প্রাইভেট গাড়ীতে আগুন দেওয়া হচ্ছে!! তাও আবার পুলিশের নাকের ডগায়--টিভি ক্যামেরার সামনে!! এখন কোটি টাকার প্রশ্ন--এইসব দুর্বৃত্তপনা কাদের কাজ? এসবের নাটাই-ই বা কার হাতে??? কেন এরা ধরা-ছোঁয়ার বাইরে??এই প্রশ্নের উত্তর পেতে~ আওয়ামীলীগের রাজনৈতিক ক্যারিয়ার একটু খতিয়ে দেখুন!! দেখবেন--ধ্বংসাত্মক সহিংসতায় আওয়ামীরা বরাবরই ওস্তাদ!! বর্বরতাএদের ট্রেডমার্ক!! এরাই ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে; যাত্রী বোঝাই বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে--১১জনকে পুড়িয়ে মেরেছিল!!বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলই এদের মতো এতো পৈশাচিক নয়!!এরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গেও সিদ্ধহস্থ!! একারণেই এরা অন্য দলের মুখে আন্দোলনের কথা শুনলে মুখ টিপে হাসে!! অতএব বাসে কারা আগুন দিচ্ছে? কেন এদের পাকড়াও করা যাচ্ছেনা?? এই সহজ অংক মেলাতে--গণিতে অবশ্যই ডিগ্রী নিতে হবেনা!! ফ্যান পোষ্ট
Posted on: Sat, 30 Nov 2013 15:10:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015