বিএনপির ভারপ্রাপ্ত - TopicsExpress



          

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, দু-একটা বাস ভাঙলে বিক্ষোভ হবে না। ছাত্রদলের হাজার-হাজার নেতা-কর্মীকে রাস্তায় নেমে আসতে হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। এ অবস্থায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। তাঁদের বিক্ষোভে ফেটে পড়তে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সংগঠন নেই, সেখানে সংগঠন তৈরি করা এবং যেখানে আছে, সেখানে সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন মির্জা ফখরুল। amr question.... Auncel apnar Chale, maye ke Bangladesh ar kono national university or colleg a pora??? apnar chale ke to thik e bdash a pataia desan r onnar chale maya dar Lyf take 12ta bajaitesan.... kano aishob hingshar rajneti?? ajonnoi ke luck sohid ar pran ar benemoy a a dash ta sadhin hoicelo ??? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ar kase amr ai 1te question .... ?????
Posted on: Wed, 20 Nov 2013 15:13:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015