বিএনপির স্থায়ী কমিটির - TopicsExpress



          

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনে যদি ভুল থাকে সেটা হলো শেখ হাসিনাকে দেশে ফিরতে দেয়া এবং রাজনীতি করার সুযোগ করে দেয়া।’ গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আজ রক্তপিপাসু দানবের হাতে দেশ বন্দী। এ দানবের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ভবিষ্যতে মানুষের আশা আকাঙ্খা যাতে পূরণ হয় সে ব্যবস্থা করতে হবে।’ তিনি বলেন, ‘দেশবাসীকে যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে হবে। অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি করে লাভ নেই। মানুষ শুধু বদ্ধ ঘরে বক্তব্য শুনতে চায় না। রাজপথে থাকতে হবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল বন্দীর মুক্তি দিতে সরকার বাধ্য হয় সে পরিবেশ সৃষ্টি করতে হবে ‘ এসময় ‘শেখ হাসিনা নাম যার মাথা গরম তার। ক্ষুধা পেলে মানুষ খায় চিবিয়ে’ এমন মন্তব্য করেন গয়েশ্বর। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর প্রমুখ।
Posted on: Tue, 04 Nov 2014 09:06:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015