বিকেলে ক্যারাম খেলার - TopicsExpress



          

বিকেলে ক্যারাম খেলার জন্য এক দোকানে বসে আছি। আমার সাথে এলাকার কিছু ছোট ভাই ও ছিল। তো যারা ক্যারাম খেলছিল তাদের ভেতর কয়েকজন সিগারেট টানছিল। আমি আবার তাদের দিকে কি মনে করে তাকিয়ে ছিলাম। তো ওদের দিকে এভাবে তাকাতে দেখে এক সিগারেট খোর ছোট ভাই বললো, "শিশির ভাই!!! অন্যদের এভাবে সিগারেট খাওয়া দেখে তোমার আফসোস লাগেনা?" - ও মা!!! আফসোস লাগবে কেন? - এই যে আমরা সবাই সিগারেটের টেস্ট নিচ্ছি কিন্তু তুমি তা নিতে পারছো না তাই!!! - হ্যা! আসলেই আফসোস হয়। তবে সেটা আমার জন্য নয়, সেটা তোমাদের জন্য! যারা সিগারেট খায় তাদের জন্য। শুধু শুধু নিজের জীবন টা শেষ করছে সিগারেট টেনে। - আরে ভাই, কপালে যেদিন মরন লেখা আছে সেদিনই হবে। হায়াত যতদিন দিছে আল্লাহ্‌, ততদিনই বাঁচবো। তাই সিগারেট টানলেই কি বা না টানলেই কি!!!!! - আচ্ছা ঠিক আছে। আজ থেকে ভাত-তরকারি খাওয়া বাদ দিয়ে দাও। কারন হায়াত যতদিন আছে ততদিনই তো বাঁচবা !!! এতে ভাত খেলেই কি বা না খেলেই কি!!!!! (ছোট ভাই চুপ)
Posted on: Wed, 19 Jun 2013 14:05:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015