বিকল্প পদ্ধতিতে HSC - TopicsExpress



          

বিকল্প পদ্ধতিতে HSC রেজাল্ট জানুন সবার আগে =============================== ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হচ্ছে। আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল বেলা দেড়টায় একযোগে প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। শিক্ষাবোর্ড এর যেকোন রেজাল্ট অনলাইনে দেখতে দেখতে সবার হাতে হাতে রেজাল্ট পৌঁছে যায় ততক্ষনে। এতে প্রযুক্তি প্রেমীদের যে কি ধরনের মান সম্মান এর টানাটানি হয় তা কেবল ভুক্তভূগিরাই জানেন। স্বজনেরা আশা করে বসে থাকে যে তাদের রেজাল্ট টা আগে জানতে নিশ্চয় অনলাইনে কিছু করা যায়। কিন্তু আশায় গুড়ে বালি। বরঞ্চ রেজাল্ট পাওয়ার ১ ঘন্টা পরেও কিচ্ছু করা যায় না। (বিগত বছর গুলো এমন হয়েছে)। আজ আপনাদের দেখাব দ্রুত HSC Result 2014 দেখার কিছু নিয়ম। আশা করি ভাল লাগবে এবং উপকারে আসবে। মোবাইল এসএমএস- এর মাধ্যমে যেভাবে রেজাল্ট নিবেনঃ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন (যেমন- ঢাকা হলে DHA)। এবার রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে বছরটি (২০১২) লিখুন। তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন রেজাল্ট! প্রতি এসএমএস চার্জ মাত্র ২টাকা + ১৫% ভ্যাট Download HSC Result 2014 বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন goo.gl/1YhKMF
Posted on: Wed, 13 Aug 2014 05:29:08 +0000

Trending Topics



rgin-left:0px; min-height:30px;"> A genuine talisman of real friendship. Spoke today to one of my
A NEW ICT COMPANY BASED IN NAIROBI HAS JUST LAUCHED A NEW
***** WEEKLY SPECIAL********* Table was $2855 Now $1800 Bench
~~~~I Have These Coupons Listed Here~~~~ ~~~~Looking To Trade

Recently Viewed Topics




© 2015