বাক্সবন্দী কিছু ইচ্ছে - TopicsExpress



          

বাক্সবন্দী কিছু ইচ্ছে নিয়ে আজও সন্তপর্ণে ঘুরে বেড়াই ভালোবাসার অলি-গলিতে। জীবনের কোনো মোড়ে যদি তোমায় খুঁজে পাই, তবে সযত্নে রাখা ইচ্ছেগুলো দিয়ে দেবো তোমায়… আর যদি না পাই..…তবে একটু একটু করে হারিয়ে যাবো অদৃশ্যে!! নিরবে…নিভৃতে.…সকলের অগোচরে…!
Posted on: Sat, 27 Jul 2013 18:24:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015