বিখ্যাত অস্ট্রেলিয়ান - TopicsExpress



          

বিখ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান (Hugh Jackman) –এর ৪৬তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৬৮ সালের ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনীতে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালে তিনি টিভিতে অভিনয় শুরু করেন। সেই সাথে মঞ্চে মিউজিকাল ড্রামায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে Erskineville Kings নামক অস্ট্রেলিয়ান চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু। ২০০০ সালে X-Men নামক চলচ্চিত্রের মাধ্যমে তার সফল হলিউড অভিষেক ঘটে। X-Men চলচ্চিত্রের সফলতা তাকে তারকা খ্যাতি এনে দেয়। তিনি বর্তমানে হলিউডের অন্যতম সুঅভিনেতা হিসেবে বিবেচিত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রে মধ্যে আছে- Kate & Leopold (2001), Van Helsing (2004), The Prestige (2006), Australia (2008), Real Steel (2011), Les Misérables (2012), Prisoners (2013) এবং X-Men film series প্রভৃতি। তিনি ১ বার অস্কার মনোনয়ন পান এবং ১ বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও বিভিন্ন পুরষ্কার লাভ করেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত।
Posted on: Sat, 11 Oct 2014 18:40:36 +0000

Trending Topics



height:30px;">
Deatschwerks Set of 10 42lb injectors for Dodge Viper 03-06 (drop
WILL EVERYONE PLS COPY ND PASTE THIS PLS! 2 TICKETS TO THIS EVENT
Road Warrior GET YOUR DEALS >>
U dey carry ur girlfriend go club; after u marry her finish u wan

Recently Viewed Topics




© 2015