বিখ্যাত মার্কিন অভিনেতা - TopicsExpress



          

বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাট ডেমন (Matt Damon) –এর ৪৪তম জন্মবার্ষিকী আজ । তিনি ১৯৭০ সালের ৮ অক্টোবর আমেরিকার ম্যাসাচুসেটসে জন্মগ্রহন করেন। ১৯৮৮ সালে Mystic Pizza নামক চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক হয়। একই বছর Cambridge Rindge and Latin School থেকে ডিগ্রি অর্জন করে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) ভর্তি হন। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি এখানে পড়ালেখা করেন। তিনি ইংরেজিতে গ্রাজুয়েশন ডিগ্রি লাভের কিছু দিন আগে অভিনয়ের কারনে পড়ালেখা ছেড়ে দেন! ১৯৯৭ সাল থেকে তিনি জনপ্রিয়তা অর্জন শুরু করেন এবং হলিউডের সেরা অভিনেতার কাতারে নিজেকে সামিল করতে সমর্থ হন। ১৯৯৭ সালে Good Will Hunting চলচ্চিত্রটি তাকে পৃথিবীজুড়ে খ্যাতি এনে দেয়, সেই সাথে তিনি অস্কার লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে- The Talented Mr. Ripley (1999), Oceans trilogy, The Good Shepherd (2006), The Departed (2006), Invictus (2009), Behind the Candelabra (2013), Bourne film series প্রভৃতি। তিনি ৩ বার অস্কার মনোনয়ন পান, একবার জয় লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেন।
Posted on: Tue, 07 Oct 2014 18:32:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015