বিখ্যাত স্প্যানিশ - TopicsExpress



          

বিখ্যাত স্প্যানিশ ফুটবলার ডেভিড ভিয়া (David Villa) ৩৪ বছরে পা দিলেন আজ । তিনি ১৯৮১ সালের ৩ ডিসেম্বর স্পেনের ল্যাংরোতে জন্মগ্রহন করেন। তিনি তার সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। ২০০০ সালে স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিজন (Sporting Gijón) ক্লাবের হয়ে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে তিনি পেশাদার ফুটবল শুরু করেন। এরপর লা লীগায় জারগোজা (Zaragoza) ক্লাবের হয়ে অভিষেক ঘটে ভিয়ার। সেখানে ৭৩ ম্যাচে ৩১ গোল করেন। ২০০৫ সালে বিখ্যাত স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া (Valencia) তাকে দলে নেয়। এ দলের হয়ে ১৬৬ ম্যাচে তিনি ১০৮ গোল করেন। ২০১০ সালে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা (Barcelona) তাকে দলে নেয় এ দলের হয়ে ৭৭ ম্যাচে তিনি ৩৩ গোল করেন। ২০০৬ সালে তিনি স্পেন জাতীয় দলে সুযোগ পান। স্পেনের হয়ে ৯৭ ম্যাচে তিনি ৫৯ গোল করেন। তিনি স্পেনের সর্বকালের সর্ব্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। তিনিই প্রথম কোন স্প্যানিশ খেলোয়াড় যিনি ৫০টি আন্তর্জাতিক গোল করেন। তিনি ২০০৬ সালের বিশ্বকাপে ৩টি গোল করেন, ২০০৮ সালে ইউরো কাপে সর্ব্বোচ্চ গোলদাতার মর্যাদা পান এবং ২০১০ সালের বিশ্বকাপে সিলভার বুট অর্জন করেন। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরগ্রহণ করেন।
Posted on: Tue, 02 Dec 2014 18:11:45 +0000

Trending Topics



493010">Happy happy birthday chaton mignon as the years go by and as we
Let it be know, I just dont read tabloids like Bulgar, Remate and
The Ministry of Finance and the Ghana Revenue Authority have
To all those who have experienced pain and feel like giving
“The Soldier” A story is told about a soldier who was

Recently Viewed Topics




© 2015