বাঙালির মেমরি তো - TopicsExpress



          

বাঙালির মেমরি তো গোল্ডফিশ..তাই BNP এর শাসনামলের দিকে একটু ফ্ল্যাশ ব্যাক করছি -BUET এর ছাত্রী সনি হত্যা,ফিটনেস বিহীন কোকো জাহাজ,denmark এর কোম্পানি এর কাছে নৌমন্ত্রীর ঘুষ চাওয়া,রাজশাহী এবং ঢাকায় ইলেকশন engeneering ,বিদ্যুত ও জ্বলানী মন্ত্রীর প্রাডো কার ঘুষ নেওয়া এবং পরে পদত্যাগ এ বাধ্য হওয়া,টালবাহানা কইরা রাষ্ট্রপতিরে সরকারের প্রধান বানানো,তত্ত্বাব ধায়ক সরকারের প্রধান থাকা অবস্থায় মাদাম খালেদা জিয়া কে madam বলে সম্বোধন,শাহজালাল(রাঃ) এর মাজারে বোমা হামলা,জনতার ধাওয়া খেয়ে দৌড় সালাউদ্দিনের অলিম্পিক গোল্ড মেডেল জয়,দুইদিন পর পর বিদ্যুত আর গ্যাস এর অভাবে জনতার রাস্তা অবরোদ,গাজিপুর কোর্টে বম্বিং,খুলনায় অ্যাডভোকেট ও সাংবাদিক (মঞ্জুরুল ইমাম, হারুনুর রসিদ, মানিক সাহা, হুমায়ুন কাবিরসহ আরো অনেকে) হত্যাকাণ্ড,সন্দীপ এ চাদা না দেওয়াতে শত শত পরিবার কে এলাকা ছাড়া,জজ মিয়া কাহিনী,মেডিকেল এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাস(ফাস হওয়া প্রশ্নপত্রের জন্য রাত ১২ টা পর্যন্ত দৌড়াদৌড়ি (ব্যাক্তিগত অভিজ্ঞতা ))নিচে আইজু এর অভিজ্ঞতা দেওয়া হলো - ১)আইভি রহমান ২) শাহ্ এএমএস কিবরিয়া ৩) আহসানুল্লাহ মাস্টার ৪) মমতাজ ৫) গকুল চন্দ্র মহুরী ৬) স্যার হুমায়ুন আজাদ ৭) স্যার অধ্যাপক ইউনুস ৮) ডাক্তার মজাম্মেল ৯) ২১ সে অগাস্ট গ্রেনেড হামলা ১০) ৫০০ জায়গায় গ্রেনেড হামলা একই সময়ে ১১) ময়মন্সিং সিনেমা হলে গ্রেনেড হামলা ১২) বাংলা ভাই, উর্দু ভাই ১৩) দশ ট্রাক অস্ত্র ১৪) বগুরার কাহালুতে আড়াই লাখ পিচ গুলি ১৫) ময়মসিং এ আড়াই লাখ লিচ গুলি পরিত্যাক্ত উদ্ধার ১৬) খুলনা বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার খুন ১৭) হাওয়া ভবন ১৮) খাম্বা মামুন ১৯) বানিয়ার চরে গির্জায় গ্রেনেড হামলা ২০) বাশখালী তে ১৩ জন হিন্দু কে পুড়িয়ে মারা ২১) সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অমানুসিক অত্যাচার, অনেক কেই বাধ্য করা দেশ ত্যাগে। ২২) নিজের মায়ের সামনে একজন হিন্দু মেয়ের উপর গ্রুপ রেপ ২৩) সারা দেশে কয়েক শো হিন্দু মেয়ে সহ অনেক আওয়ামী ঘরানার মেয়ে ধর্ষিত নির্বাচনের প্রথম কয় মাসেই। এর মধ্যে রাজশাহী ছিল অন্যতম। ২৪) সারাদেশের বিশ্ব বিদ্যালয় গুলো দখলে নিয়ে সন্ত্রাসের অভয় অরণ্য তৈরি করা, অনেক ছাত্রের জীবন অনিশ্চিত। ২৫) প্রশাসনে নিয়োগের নামে শিবির করণ। ২৬) বিসিএস এর প্রশ্ন পত্র ফাঁস প্রতিবার। শিবির বেঁছে বেঁছে নিয়োগ ২৭) আর্মি থেকে শুরু করে গ্রাম প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত শিবিরের কর্মী নিয়োগ ২৮) প্রসাশনে তিনস্তর বিশিস্থ জামায়াতী প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা ২৯) এসপি কহিনুর দের উত্থান ৩০) সর্বহারা দমনের নামে অপারেশন ক্লিন হার্ট করে সারা বাঙলায় আওয়ামী নিধন অভিজান ৩১) এরপর সন্ত্রাস দমনের কথা বলে র্যাব তৈরি করে আওয়ামী নিধনের অভিজান ৩২) দেশ পাঁচ বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ৩৩) খালেদা জিয়ার ৪০০ সুটকেস নিয়ে বিদেশ গমন ৩৪) তারেক জিয়ার মালয়েশিয়াতে ২৮ হাজার কোটি টাকা ধরা খাওয়া ৩৫) কালো চশমা হারিজ চৌধুরী দের উত্থান, বাবর জেলের ব্যাপক মার্কেট। ৩৬) মিস্টার ১০% হিসাবে শুধু নয় কালা জাহাঙ্গির হয়ে পানের দোকান থেকেও চাদা উত্তোলন। ৩৭) রাজাকারের গাড়িতে পতাকা, জামায়াতের দম্ভ। ৩৮) চৌধুরী পাড়ায় মসজিদ নিয়ে মুসুল্লীকে গুলি করে হত্যা। ৩৯) চাঁপাই নবাবগঞ্জে বিদ্যুতের জন্য গুলি করে ১৯ জন কৃষক হত্যা ৪০) কুষ্টিয়ায় বিদ্যুতের জন্য গুলি করে কৃষক হত্যা। আরো অনেক কিছু বলার ছিল-but ল্যাপটপ এর মেমরি আর থাকবে না এবার আসেন আমরা লীগ এর অঙ্ক কষি- দেখি তো ভাইজানেরা কেউ এই লিস্ট হলফনামা টারে পিছনে ফেলতে পারেন কিনা? বি:দ্র :BNP এবং awami league এর শাসনামলের মন্ত্রীদের কমেন্ট বর্জন করা হলো-আমরা কর্ম দিয়ে যাচাই করি,কথা দিয়ে নয় মন্তব্য :দিন শেষে রাত হইলেই বাঙালির লুঙ্গি যেমন ঠিক থাকে না তেমনি কমেন্ট শেষে অঙ্ক কষে দেখা যাবে BNP এর শুধু লুঙ্গি না তাদের হিন্দি চুল ও ঠিক থাকবে না -তারপরেও দেখা যাবে বাঙালি সেই চুল ধরে জুলবে আর পুটু তে তেল মেখে রাখবে..
Posted on: Thu, 20 Jun 2013 13:31:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015