বাঙালী হবার সহজ তরিকা - TopicsExpress



          

বাঙালী হবার সহজ তরিকা বাতলে দিলেন মিতা হক। তিনি বলেছেন, ”যারা মাথায় ঘোমটা দেয় তারা আর যাই হোক বাঙালী হতে পারেনা”- মিতা হক। মন্তব্যঃ শরৎচন্দ্র থেকে শুরু করে অন্যান্য লেখকের বই পড়ে জেনেছি, আবহমানকাল থেকে সকল ধর্মীয় গোষ্ঠীর নারীরা বোরখা না পড়লেও সবাই একটা নির্দিস্ট পরিবেশে ঘোমটা দেয়। বাঙালীর বিয়েতে ঘোমটা দেয়া একটা রীতি। এই ক্ল্যাসিক্যাল এক্সাম্পল প্রমাণ করে মিতা হক নিজেই বাঙালী নন। বরং তার এই বক্তব্য বিশেষ একটা দলের পক্ষে এবং একটা ধর্মীয় সম্প্রদায়কে তথা ক্ল্যাসিক্যাল বাঙালী সংস্কৃতিকে কটাক্ষ করে দেয়া। আসুন, আমরা সবাই তার এই ঘৃণা মিশ্রিত বক্তব্যের প্রতিবাদ করি। newsevent24/2013/08/10/%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/
Posted on: Sat, 10 Aug 2013 10:14:15 +0000

Trending Topics



281660755">HOUSE BOY JOB!!! A jobless man applied for the position
Some, particularly on social media, have pointed out that the men

Recently Viewed Topics




© 2015