বিচিত্র সেই রামধনু-১০ - TopicsExpress



          

বিচিত্র সেই রামধনু-১০ (শেষ পর্ব) ‘ওই আশ্চর্য ঘটনার পর আমার শরীর আবার খারাপ হতে লাগল। এই যে দেখছেন, আমার গায়ের চামড়ায় শ্বেতীর মতন দাগ ধরেছে--এটা শ্বেতী নয়। অন্তত ডাক্তাররা বলে, না। অবশ্যই এটা পিগমেনটেন--কিন্তু কেন? কেন আমার সমস্ত মাথার চুল সাদা হয়ে গেল দেখতে দেখতে, তারও কোনও কারণ নেই। আপনি জানেন না, আমার শরীর এরকম রোগা ছিল না। দিন দিন আমি রোগা হয়ে যেতে লাগলাম। অ্যানিমিয়ায় ধরল। কিডনির গোলমাল শুরু হল। ‘বারকি থেকে ফিরে এসে আমি বলই ডাক্তারকে ব্যাপারটা বলেছিলাম। সে আমায় নিয়ে তামাশা করল। তারপর বলল, ওষুধের জন্যে এমন হতে পারে না। আজগুবি ব্যাপার দেখার জন্যে ওষুধকে দায়ী করা উচিত নয়। সে বলল, “ঠিক আছে এখন তুমি কলকাতায় রয়েছ। আবার একটা ক্যাপসুল খাও--আমি দেখতে চাই তোমার কী হয়।” বিস্তারিত : bn.zero2inf/article/1030/bichitro-ramdhonu-10#.UiqxT3-ZFWo
Posted on: Fri, 06 Sep 2013 17:40:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015