বাজার পূর্বাভাষঃ - TopicsExpress



          

বাজার পূর্বাভাষঃ ২৯/০৯/২০১৪ ইং ----------------------------------------- দিনের শুরু থেকেই (সপ্তাহের ১ম দিন রবিবার) বাজার উর্ধ মুখী হয়ে সূচক মাত্র ৪৫-৬০ মিনিটের মাথায় দিনের সর্বোচ্চ ৫১২৬.৫ পয়েন্ট পর্যন্ত উঠে যায় কিন্তু পরবর্তীতে লাভ তুলে নেওয়ার প্রবনতায় শেষ পর্যন্ত গতদিনের তুলনায় ৪৫.২ পয়েন্ট বৃদ্ধি দিয়ে লেনদেন শেষ হয়েছে অধিকন্তু লেনদেন পুনরায় ১১০০ কোটি টাকা ছারিয়েছে; রবিবার টপ-১০ লেনদেনে বেশ কিছু পরিবর্তন এসেছে, মোবিল জমুনা বরাবরের মত লেনদেনের শীর্ষে থাকলেও স্কয়ার ফার্মা ২য় স্থানে এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স চতুর্থ অবস্থান দখল করে; ব্যাংক, লিজিং ও অন্যান্য দর বৃদ্ধি পাওয়া বেশ কিছু শেয়ারের দর কারেকশান হয়েছে, অন্যদিকে আজ টেক্সটাইল খাত ও খাদ্য খাত অধিকতর ভালো করেছে, ফুওয়াং ফুড সর্বাধিক ৯.৬৬% দর বেড়েছে, এছাড়া সাবমেরিন ক্যাবল ৯.২২%, স্কয়ার ফার্মা ৮.৭১%, সিঙ্গার বিডি ৮.৬৮% ও সামিট অ্যালায়েন্স পোর্ট ৮.৪২% দর বৃদ্ধি পেয়েছে, গত ৫ কার্জ দিবসের বেব্ধানে SAPORTL 30.68% এবং ২০ দিনে ৮১% দর বেড়েছে!!! আজ থেকে সাইফ পাওয়ারটেকের লেনদেন শুরু হতে চলেছে, এ উপলক্ষে গতদিন জ্বালানী ও বিদ্যুৎ খাত ভালো করেছে; নবাগত “SAIFPOWER” নিয়ে এখন অগ্রিম কোন মন্তব্য করতে পারছি না, দাম কত হবে ইত্যাদি; অন্যদিকে এ সপ্তাহে হামিদ ফেব্রিক্সের আইপিও আবেদন শুরু হয়েছে, বাজার নিয়মিত হাজার কোটি টাকা লেনদেন হলে কোন সমস্যা নেই তবে নুতন আইপিও শেয়ার সেকেন্ডারি বাজারে লেনদেন ও একই সাথে ১ম বারের মত ব্রোকারেজ হাউজের মাধ্যমে সহজতর আইপিও আবেদন শুরু হওয়াতে বাজার থেকে কিছু টাকা সাময়িকের জন্য বের হয়ে যাবে ফলে বাজার সাময়িক বাধার সন্মুখিন হতে পারে; আগামীকাল বাজার সামগ্রিকভাবে ভালো যাবে তবে লেনদেন ও দর পরিবর্তনে আমূল পরিবর্তন হতে পারে অর্থাৎ রবিবার দর বৃদ্ধির শীর্ষে থাকা বেশ কিছু শেয়ারের কারেকশান ও অন্য কোন শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসতে পারে; --------- বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অনগ্রহ পূর্বক অপেক্ষা করুন; যারা ইমেইল/ মেসেজ করেছেন আশা করি আগামীকাল লেনদেন শুরুর পূর্বে উত্তর পাবেন;
Posted on: Sun, 28 Sep 2014 19:04:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015