বিজনেস আইডিয়া। আর কিছুই - TopicsExpress



          

বিজনেস আইডিয়া। আর কিছুই নয়।(এড়মিন delete করার যোগ্য) ছাগলের ফার্ম: শেয়ার বিজই করতে হবে। পাশাপাশি বিকল্প ও থাক।রাতে ঘুম ভাল হয়। আমি শুরু করার চিন্তা করছি। আপনার নিজের জমি থাকলে তো কথায় নাই। রিক্স সব বিজনেসেই থাকে। রাস্তা পার হতে ও রিক্স। ছাগলের মাংস বর্তমানে দেশের বাইরে ও রপ্তানি হচ্ছে। প্রতি কেজি অঙ্গ ভেদে ৮০০ হতে ১৪০০ পর্যন্ত। ঢাকায় বর্তমানে ১৫ জানু ২০১৫ দেশে প্রতি কেজি ৬০০ টাকা। চামড়া ১০০/১৫০ টাকা। হোটেল কিনে মাথা পাইকারি ৬০/৭০ টাকা। পায়া পাইকারি ৪০ টাকা। #INVEST: *১৬০ শতক উচু জমিন ১০ বছরের জন্য ইজারা সরবোচ্চ ৬ লাখ টাকা, *ছাগলের ফার্ম ,(২ তলা আধা পাকা ঘর) ১০ বছরের জন্য তৈরীতে ৭ লাখ টাকা ,. *১০০ ছাগল ক্রয় বড়/ছোট + ভাল মানের ১২ টা পাটা (পাঠার দাম বেশি)। ৮ লাখ টাকা । *ঘাস (নেপিয়ার) চাষ সময় ১ বছরের জন্য সবোচ্চ খরচ ১ লাখ টাকা । মোট খরচ = ২২ লাখ টাকা + ২ জন শ্রমিক খরচ ধরি নাই। আপনি ধরেন। #income: *১০০ মা ছাগল প্রতি ৬/৭ মাসে #গড়ে কমপক্ষে ২০০বাচ্চা দিবে। দেশি ছাগল সর্বনিম্ন ২ ও সব্বোচ্চ ৩/৪টা বাচ্চা দেয়। বাচ্চা প্রাপ্ত বয়ষ্ক হতে ৬ মাস সময় লাগে প্রায়। ৬/৭ মাস পর দেশি ১৫/২০ kg যমুনাপুরী ও বিটল ২০/ ২৫ কেজি ওজন হয় । ভাল খাদ্যের উপর ওজন বৃদ্ধি নির্ভর শীল।২০ কেজি দৈহিক ওজন সম্পন্ন একটি ছাগী থেকে কমপক্ষে ১১/১২ কেজি , খাসী হতে ১২/১৩ কেজি খাওয়ার যোগ্য মাংস হয়। যমুনাপুরী ও বিটল পূর্ণবয়ষ্ক পাঁঠার ওজন প্রায় 65-85 কেজি , খাসীর 60 - 95 কেজি এবং ছাগীর ওজন প্রায় 45-60 কেজি পূজা/ কোরবাণীতে বিক্রয়ের জন্য বড় করা হবে পাঠা গড়ে ২৫/৩০ খাসী ১৫/২০ ছাগীর ১০/১৫ হাজার টাকা ধরলাম। ওজন অণুমানিক, কম/বেশি হতে পারে। দেশি ছাগী প্রতিদিন গড়ে ৩০০/৪০০ গ্রাম দুধ দেয়। suppose দুধের income পুরুটাই দৈনদিন খরচ শ্রমিক & দানাদার খাদ্য ধরি। # প্রথম ১ বছর ধৈয্য ধরতে হবে। দুধ ছাড়া আর কিছুই বিক্রয় হবে না। *১ম বছর পর গড়ে (পূজা &কোরবাণী বিক্রয় সহ ) ৩০০ ছাগল বিক্রি ২৪ লাখ +( ৫০/১০০ বাচ্ছা হাতে আছে মা ছাগল বানাবো) *২য় বছর পর হতে ১ম ৬ মাসেই ৩০০ ছাগল বিক্রি ২৪ লাখ +।(১০০ বাচ্ছা হাতে আছে মা ছাগল বানাবো) । বছরে ২৪x২ = ৪৮ লাখ । ।(২০০ বাচ্ছা হাতে আছে মা ছাগল বানাবো) । * ৩ বছর পর হতে ৬ মাসেই ৬০০ ছাগল বিক্রি ৪৮ লাখ +।(২০০ বাচ্ছা হাতে আছে মা ছাগল বানাবো) । বছরে ৪৮x২ = ৯৬লাখ । ।(৪০০ বাচ্ছা হাতে আছে, মা ছাগল বান
Posted on: Mon, 19 Jan 2015 02:06:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015