বিজ্ঞানকে আমরা যে - TopicsExpress



          

বিজ্ঞানকে আমরা যে প্রশ্নগুলো করি সেগুলোর মধ্যে একটা কী অথবা কিভাবে(what and how) থাকে। অন্যদিকে ধর্মের কাছ থেকে আমরা জানতে চাই ‘কেন’। বিজ্ঞান দেখায় mechanism বা কলাকৌশল, ধর্ম দেখায় purpose বা উদ্দেশ্য। এ কারণে বিজ্ঞান যতই বলুক অসুখ হয় জীবাণুর কারণে, সে যে প্রশ্নটার উত্তর দিচ্ছে সেটা হচ্ছেরোগবালাই কিভাবে হয়। কিন্তু এর পেছনে কোনো ‘কেন’ আছে কিনা, আর থাকলে সেটা কী— তার উত্তর শুধু ধর্মই দিতে পারবে। ধর্ম আর বিজ্ঞান জিনিস দুটোর আওতাই আলাদা, ভিন্ন ভিন্ন লেভেলে। এ দুটোর মধ্যে সংঘাত আর রাজনীতি-জীবাশ্মবিদ্যার দ্বন্দ্ব একই কথা। কাজেই বিজ্ঞান যতই এগোক না কেন—আর সেটাই আমাদের কাম্য—“কেন”-এর জগতে ধর্মের বিচরণ এক বিন্দু কমেনি, কমার সম্ভাবনাও নেই।
Posted on: Wed, 03 Dec 2014 08:49:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015