বাতিলের রক্তচক্ষু - TopicsExpress



          

বাতিলের রক্তচক্ষু যেদিকে তোমরা হ্বককে সেখানে তালাশ করো.. ___আল হাদীস॥ এই হাদীসটা নিয়ে কিছু লোক খুব বাড়াবাড়ি করেন.. আমরা বাতিল বিরোধী তাই আমরাই হ্বক.. বাতিল আমাদের বিরোধীতা করে তাই আমরাই হ্বক... এই হাদীসটার ব্যাখ্যা প্রায় তিন পৃষ্টা পরিমান পেয়েছি আমি.. যেখানে বিভিন্ন মতামত উপস্হাপন করেছেন বিভিন্ন ইসলামী স্কলারগন.. তবে সবাইই একটা কথায় ঐক্যমত পোষণ করেছেন যে এখান #বাতিল বলতে কাফেররা উদ্দ্যেশ্য.... যদি মুতলাক ভাবে বাতিল বলতে বিরোধীপক্ষকে বলা হয় তবে ছাত্রলীগ যখন ছাত্রলীগকে পিটায় তখন একদল হ্বক হওয়াটা জরুরী হয়ে পড়ে.. আর একটু সোজা ভাবে বলি,, ছাত্রলীগ ছাত্রদলের মারামারী কমন ব্যাপার.. এখানে যদি একদলকে বাতিল আখ্যা দেন তাহলে একদলকে হ্বক বলতেই হবে যদি হাদিসের মুতলাক অর্থ ধরে নেন.. সেই হিসেবে হয়ত ছাত্রদল হ্বক নয়ত ছাত্রলীগ হ্বক!! অথচ দুটোই বাতিল... এটলীষ্ট বাতিল যে বাতিলের বিরোধীতা করবে না এমনটা তো নয়... উল্যেখ্য: এখানে হ্বক/বাতিল বলতে ইসলামী শক্তীকে বুঝানো হচ্ছে... এমনকি আমেরিকা রাশিয়াও তো নিজেরা মারামারী করে সেখানেও কি এই হাদীস চাঁপিয়ে দিবেন নাকি? তাই বলছিলাম কি, কেউ একজন আপনাকে বলে দিলো এই হাদীসটা আর আপনি অমনিই সেটা মেনে নিলেন. কেন? এখানে তার রাজনৈতিক কূটচালও তো থাকতে পারে! যেমনা হাসিনা ধর্ম নিয়ে করে থাকে! (হিযাব, তাসবীহ, মাযার যিয়ারত ইত্যাদী করে থাকে) যদি হাদীস অধ্যায়নের সূযোগ না থাকে তবে একজন আলেমের কাছে যান, হাদীসটা বুঝে আসুন তার পর দলিল দিন... এবার আসি মূল উদ্দেশ্যে:- আওয়ামীলীগ জামায়াত শিবিরকে পেটাচ্ছে এটা তাদের রাজনৈতিক ঝগড়া যেমনটা আওয়ামীলীগ বিএনপির মাঝেও হয়... সেটাকে হাদীস দিয়ে হ্বক/বাতিলের মাপকাঁঠি বানিয়ে নেয়া চরম দুরভীসন্ধী মূলক॥ ___চেতনায় রেশমি রুমাল - Silk Letter Movement
Posted on: Sun, 08 Sep 2013 15:32:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015