বৌদ্ধ প্রতিরূপ দেশের - TopicsExpress



          

বৌদ্ধ প্রতিরূপ দেশের ন্যায় বাংলাদেশও আজ পিছিয়ে নেই। অহিংসা, বিমুক্তি, মানবতার মূর্তপ্রতীক মহাকারুণিক তথাগতের নান্দনিক সুবৃর্হৎ উদ্দেশিক চৈত্য (বুদ্ধের প্রতিমূর্তি) নির্মিত হচ্ছে আজ বাংলাদেশেও। আজকের প্রতিবেদন দেশের সর্ববৃহৎ সিংহ শয্যায় গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। কক্সবাজারের রামু উপজেলার বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের সিংহ শয্যায় গৌতম বুদ্ধের মূর্তিটি ১০০ ফুট দীর্ঘ এবং ৩০ ফুট উচ্চ। এটি দেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি যেটি গত ১৫ নভেম্বর শুক্রবার, ২০১৩ জীবন নাশ করা হয়েছে। Independent TV News -এর রামু বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের ভিডিওটি দেখুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন...
Posted on: Wed, 01 Oct 2014 07:44:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015