বি. পি. পরিচিতি: # পূর্ণ - TopicsExpress



          

বি. পি. পরিচিতি: # পূর্ণ নামঃ রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল। (Robert Stephenson Smyth Lord Baden Powell of Gilwell.) স্কাউটদের মাঝে তিনি বি.পি, গিলওয়েলের ব্যাডেন পাওয়েল এবং ফার্স্ট ব্যারন-ব্যাডেন পাওয়েল নামে পরিচিত। # জন্মঃ তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি ৬ নং স্টেনহোপ স্ট্রিট, পেডিংটন, লন্ডন-এ জন্মগ্রহণ করেন । (লন্ডনের হাইড পার্কের পাশের একটি বাড়িতে।) # পিতার নামঃ অধ্যাপক রেভারেন্ট হারবার্ড জর্জেস ব্যাডেন পাওয়েল (Reverend H. G. Baden Powell)। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জ্যামিতি ও পদার্থ-বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। (১৭৯৬-১৮৬০) # মাতার নামঃ হেনরিটা গ্রেসা / হেনরিটা স্মিথ ব্যাডেন পাওয়েল (Henrietta Grace Smyth)। তিনি ব্রিটিশ নৌ বাহিনীর অ্যাডমিরাল উইলিয়াম হেনরি স্মিথের (William Henry Smyth) এর কন্যা ছিলেন (১৮২৪-১৯১৪)। # ভাইবোনঃ চার ভাই (তিনিসহ পাঁচ ভাই) ও দুই বোন। এদের মধ্যে তিনি পঞ্চম। # কর্মজীবনঃ বিপি ১৮৭৩ সালে সেনাবাহিনীর ১৩ তম অশ্বারোহী (13th Hussars) সেনা দলের কমিশন পদে সরাসরি সাব ল্যাফটেনেন্ট হিসেবে যোগ দেন। তিনি ১৯১০ সালে সেনাবাহিনি থেকে অবসর নেন। তিনি ১৮৭৬ সাল থেকে ব্রিটিশ সেনাবাহিনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ১৯১০ সালে ল্যাফটেনেন্ট-জেনারেল পদ থেকে অবসর গ্রহন করেন। # স্ত্রীর নাম ও বিবাহঃ তিনি ১৯১২ সালের ২৯ অক্টোবর ও’লাভ সেইন্ট ক্লেয়ার সোয়েমস (Olave St. Clair Soames) /লেডি ব্যাডেন পাওয়েল (২২ ফেব্রুয়ারী ১৮৮৯ - ২৫ জুন ১৯৭৭, গার্ল গাইডের সহ-প্রবর্তক) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। # সন্তান -সন্ততিঃ তাদের দুই মেয়ে - হিথার ও বেটি ; এবং এক ছেলে -পিটার। • রবার্ট পিটার (Arthur Robert Peter Baden-Powell) [30 Oct. 1913 - 9 Dec. 1962] • হিথার ব্যাডেন পাওয়েল (Heather Baden Powell) [ 01 Jun. 1915 - 1986 ] • বেটি ক্লেয়ার (Betty Clay) [16 Apr. 1917 - 24 Apr. 2004 ] # মৃত্যুঃ শেষ জীবনে তিনি কেনিয়ার নেইরিতে অবস্থিত আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ চূড়া মাউন্ট কেনিয়া-য় প্যাক্সটু কটেজ-এ বাস করতেন। এখানে তিনি ১৯৪১ সালের ৮ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে নেইরি শহর প্রায় ১৫০ কি. মি. দূরে অবস্থিত।) # বিপির প্রকাশিত উল্লেখযোগ্য বইঃ স্কাউটিং আন্দোলন শুরুর আগে ও পরে লর্ড ব্যাডেন পাওয়েল কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের যে সমস্ত বই প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো নিম্নরূপ: • এইডস টু স্কাউটিং (১৮৯৯) -এ বই পড়ে অনেকেই স্কাউটিং এর প্রতি আগ্রহী হয়ে উঠে। • স্কাউটিং ফর বয়েজ (১৯০৮) - স্কাউট শাখার জন্য। • উলফ কাব হ্যান্ডবুক (১৯১৬) - কাব শাখার জন্য। • এইডস টু স্কাউট মাস্টারশীপ (১৯২০) - অ্যাডাল্ট লিডারদের জন্য। • রোভারিং টু সাকসেস (১৯২২) - রোভার স্কাউট শাখার জন্য।
Posted on: Thu, 20 Nov 2014 12:31:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015