বাবাঃ তুমি কাকে বেশী - TopicsExpress



          

বাবাঃ তুমি কাকে বেশী ভালবাসো? আমাকেনাকি তোমার মা কে? ছেলেঃ আব্বু , তোমাদের দুজনকেই আমি অনেক বেশী ভালোবাসি। বাবাঃ যদি আমি আমেরিকা আর তোমার মা প্যারিস যেতে চায়, তুমি কোথায় যাবে? ছেলেঃ অবশ্যই প্যারিস , কারন জায়গাটা খুব সুন্দর। বাবা : আচ্ছা, যদি আমি প্যারিস আর আম্মু আমেরিকা যায় , তখন কোথায় যাবে? ছেলেঃ আমেরিকা! বাবাঃ তার মানে তুমি মা কে ছেড়ে থাকতেপারবেনা, তাইতো? ছেলেঃ তা নয় বাবা। কারন একটু আগেই তো আমি প্যারিস গেলাম!! *** ছেলেটার মতো আমরাও এই ধরনের তুলনার ব্যাপারে সবসময় কৌশলী! কারন মাবাবার ভালবাসার তুলনা চলেনা *** ¤¤ Like & Comment If U Want to Get Next Post ¤¤ ----- ☀ || TURJO || ☀ -----
Posted on: Wed, 10 Jul 2013 07:33:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015