বিবিসি বাংলার আজ প্রবাহ - TopicsExpress



          

বিবিসি বাংলার আজ প্রবাহ ও পরিক্রমা অনুষ্ঠানে যা থাকছে: মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মিশরে আল জাজিরার যে তিনজন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে, সেই মামলা পুনর্বিচারের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাসিড হামলায় পাঁচজন দগ্ধ হয়েছেন। বাংলাদেশে এ ধরণের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এসব অপরাধীরা কতটা শাস্তি পাচ্ছে? শুনবেন আকবর হোসেনের প্রতিবেদন। ঢাকায় আজ একটি মহাসমাবেশ করছে বাংলাদেশ জাতীয় পার্টি, যেখানে তারা এই এক বছরের রোডম্যাপ ঘোষণা করবে বলে জানিয়েছে। কি তাদের পরিকল্পনা? শুনবেন সাক্ষাৎকার। ভারতে সম্প্রতি যেসব বাথরুম তৈরি করা হয়েছে, সেগুলো সত্যিই বাসিন্দারা ব্যবহার করছে কিনা, সেটি খতিয়ে দেখার একটি কর্মসূচী নিয়েছে দেশটি। কলকাতা থেকে বিস্তারিত জানাবেন অমিতাভ ভট্টশালী। পরিক্রমায় থাকবে আপনাদেরই চিঠিপত্রে অনুষ্ঠান প্রীতিভাজনেষু। আরো থাকবে সর্বশেষ বিশ্বসংবাদ আর খেলার খবর। প্রবাহ প্রচারিত হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আর পরিক্রমা প্রচারিত হয় রাত সাড়ে ১০টায়। শুনবেন আশাকরি.....
Posted on: Thu, 01 Jan 2015 11:14:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015