বিবিসি বাংলায় আজ যা - TopicsExpress



          

বিবিসি বাংলায় আজ যা থাকছে: * কয়েক মাস ধরে অচলাবস্থা চলার পর আফগানিস্তানে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনে অগ্রগতি হয়েছে। * বাংলাদেশে জামায়াতের ডাকা ২৪ ঘন্টার হরতাল চলছে। অন্যদিকে, আগামকিাল আরেকটি হরতালের জন্য তৈরি হচ্ছে বিএনপি-নেতৃত্বাধীন জোট। এই হরতালকে সামাল দেয়ার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দল। এ নিয়ে থাকবে বিস্তারিত রিপোর্ট। * বাংলাদেশের সরকার ঈদ-উল আযহা ও দুর্গাপূজার আগে সব পোশাক কারখানায় আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা আর ২রা অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছে। শুনবেন সে সম্পর্কে। * ভারতে সারদা চিট ফান্ড কেলেংকারীর তদন্তে সিবিআই সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। বিবিসির সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ প্রচারিত হয় ৭:৩০-এ, আর রাতের আয়োজন পরিক্রমা প্রচারিত হয় ১০:৩০-এ। আশা করি শুনবেন। ধন্যবাদ।
Posted on: Sun, 21 Sep 2014 10:37:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015