বিবর্ণ ঈদ রাস্তার - TopicsExpress



          

বিবর্ণ ঈদ রাস্তার পাশে কিছুটা জটলা দেখা গেল একটা ছেলে কে ঘিরে বেশ কিছু মানুষের ছোটখাটো একটা জটলা। আহত অবস্থায় একটা ছেলে ড্রেনের পাশে পরে আছে হাউমাউ করে কান্না করছে। কাউকে কিছু বলছে না । সবাই অবাক হয়ে দাঁড়িয়ে ওর কান্না দেখছে । অনেকক্ষণ পর ছেলেটা নিজেই মুখ খুলল... অনেক কষ্ট করে জমানো টিউশনির টাকা নিয়ে মার্কেটে যাচ্ছিল পরিবারের জন্য কিছু কিনবে বলে ছোট বোনের জন্য লাল টুকটুকে জামা কিনবে অথছ একটু আগে টাকাটা ছিনতাই হয়ে গেল। সাথে থাকা কম দামি একটা ফোনও কেড়ে নিয়ে গেল অনেক চেষ্টা করেও সে রক্ষা করতে পারল না কিছুই। হয়তো মা বার বার ফোন করছে কখন বাড়ি ফিরবে ছেলেটা! ফোন বন্ধ দেখে নানান চিন্তা করবে। হয়তো ছোট বোনটি বার বার ফোন করবে জামার কথা জিজ্ঞাসা করার জন্য । কিন্তু...... !! এখন বাড়ি ফেরারও টাকাও নেই কাছে। বাড়িতে মা বাবা ছোট বোন অপেক্ষায় আছে তার। কি ভাবে কোন মুখে খালি হাতে বাড়ি যাবে ? ? কিভাবে অধীর আগ্রহ নিয়ে বসে থাকা বোনটি কে বলবে সে কিছু আনতে পারেনি ? কিভাবে মলিন হয়ে থাকা মা কে জানাবে তার কাছে সেমাই কেনার টাকাটা নেই। ওদিকে বাড়িতে সবাই অপেক্ষা করছে এখনি মনে হয় ছেলে ফিরবে সেমাই আর লাল জামার প্যাকেট হাতে!! #অদ্রি আহমেদ
Posted on: Fri, 09 Aug 2013 04:06:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015