বিভিন্ন মেডিকেল কলেজে - TopicsExpress



          

বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির তথ্যঃ Admission info For DMC(session 2014-215). Starts:30 oct. Everyday 40 students according to merit. Presence time:8.30 am. Requirements: 1.Student copy of online application 2.Admit card of Admission Test 3.Transcript of SSC 4.Transcript of HSC 5.Certificate of SSC 6.Certificate/Testimonial of HSC 7.Nationality certificate 8.Passport size color photo 6 copies(background must be white) 9.FF Certificate(if claimed) 10.Taka 10000/. for further info please contact with the Principal’s Office স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম বর্ষ MBBS /BDS কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি (২০১৪-২০১৫), ১। On line application এর Student Copy (রঙিন) ২। On line download কৃত Admit card (রঙিন) ৩। SSC ও HSC বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপট এর মূল কপি। ৪। SSC বা সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং HSC বা সমমানের পরিক্ষা পাশের মূল সনদপত্র/টেষ্টিমোনিয়াল এর মূল কপি। ৫। নিজ জেলার বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান /ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক এর মূল সনদপত্র। ৬। চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। ৭। পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রদান ও সংশ্লিষ্ট ডিপুটি কমিশনার প্রদত্ত মূল সনদপত্র। ৮। প্রার্থীর পিতা/মাতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত মূল সনদপত্র। ৯। “ও” লেভেলের এবং “এ” লেভেল/সমমানের মার্কসিট ডিজি অফিস জারীকৃত মূল সনদপত্র। নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রান্ত কাগজ যাচাই করার পর স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হিসেবে প্রমানিত হইলে এবং ভর্তির ফি বাবদ ক্যাশ টাঃ ১০,০০০/- (দশ হাজার টাকা) মাত্র জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হইবে। ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদদের ভর্তি শুরু হবে ৫ নভেম্বর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।ভর্তির সময় নিম্নোক্ত কাগজ পত্র সহ ছাত্রছাত্রীদের সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে নিজে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। যা যা লাগবে : ১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২.এস এস সি ও এইচ এস সি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি এবং ০২(দুই) সেট ফটোকপি। ৩.এস এস সি ও এইচ এস সি বা সমমান পরীক্ষার পাসের সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি এবং ০১(এক) সেট ফটোকপি। ৪.জেলা কোঠা দাবীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন/পৌরসভারর চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্রের মূল কপি। ৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। ৬.পার্বত্য জেলার উপজাতিয় প্রার্থির ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাষকের সনদ ও অ উপজাতীয় প্রার্থির ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রসাশকের প্রদত্ত এবং অন্যান্য জেলার উউপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট ডিপুটি কমিশনার প্রদত্ত মূল সনদ পত্র। ৮.প্রার্থির পিতা মাতা মহান মুক্তিযুদ্ধ তে অংশগ্রহন স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদের মুক্তিযুদ্ধা সংসদের অধীনে তৎকালিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও সচিব সাক্ষরিত মূল সনদপত্র। উল্ল্যেখ্য যে অত্র প্রতিষ্ঠানের নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই পর স্বাস্থ্য পরীক্ষায় কমিটি কর্তৃক উপযুক্ত বলিয়া প্রমানিত হইলে ভর্তি ফি বাবদ ১০০০০/- টাকা ব্যাংকে জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হবে। নিম্নোক্ত ডেট এবং মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে। ৫/১১/১৪- মেধাক্রম এম বি বি এস ২০৭-৫৯৮,বিডিএস ২২৯৬-৩৫৩৩ ০৬/১১/১৪- এম বি বি এস ৫৯৯-৬৩৫, বিডিএস ৩৫৩৪-৩৫৪৯ ৯/১১/১৪-এমবিবিএস ৬৩৬-৬৭৭,বিডিএস ৩৫৫১-৩৫৬৬ ১০/১১/১৪-এমবিবিএস ৬৭৯-৭১৫,বিডিএস ৩৫৬৯-৩৫৭৯ ১১/১১/১৪-এমবিবিএস ৭১৬-৭৫১,বিডিএস ৩৫৮০-৩৫৯৩ ১২/১১/১৪-এমবিবিএস ৭৫২-৭৯৪,বিডিএস ৩৫৯৬-৩৬০৬ ১৩/১১/১৪-৭৯৫-১০৪২,বিডিএস ৩৬০৮-১৭৯৬৫ সাতক্ষীরা মেডিকেল কলেজ ভর্তির সময় তোমাদের যা লাগবে: ১।এইচএসসি ও এসএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ২।দুটোর মূল সার্টিফিকেট ৩।স্টুডেন্ট কপি ৪।ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ৫।এইচএসসি প্রবেশপত্র ৬।নাগরিক সনদপত্র ৭।জেলা কোটা থাকলে চেয়ারম্যান বা কমিশনার সার্টিফিকেট ৮।অন্য কোটা থাকলে তার সনদপত্র ৯।চার কপি পাসপোর্ট সাইজ ফটো (স্টুডেন্ট কপির অনুরূপ) ১০। এইচএসসি ও এসএসসি টেস্টিমোনিয়াল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জের ভর্তি তথ্যঃ ভর্তি হওয়ার তারিখ এবং সময়ঃ ৩০ অক্টোবর,২০১৪ ইং থেকে ১৫ নভেম্বর,২০১৪ ইং পর্যন্ত। সময়ঃ সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ০২:৩০ ঘটিকা পর্যন্ত। ( নির্দিষ্ট সময়ে ভর্তি না হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে ) প্রয়োজনীয় কাগজপত্রঃ পাসপোর্ট সাইজ সত্যায়িত করা ০৬ কপি রঙ্গিন ছবি। এসএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং বোর্ড সার্টিফিকেটের মূল কপি। এইচএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এর মূল কপি। ( যারা দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদের ক্ষেত্রে এইচএসসি এর বোর্ড সার্টিফিকেট আনতে হবে, যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদেরকে পরে জমা দিতে হবে) এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল এডমিট কার্ড (রঙ্গিন) এবং ভর্তি পরীক্ষার আবেদন এর কপি। নাগরিক সনদ পত্র এর মূল কপি। জেলা কোটা/মুক্তিযোদ্ধা কোটা/উপজাতীয় কোটা ভুক্ত হলে প্রয়োজনীয় কাগজপত্রে মূলকপি, সার্টিফিকেট এর মূলকপি সাথে আনতে হবে। ভর্তি ফী এবং অন্যান্য ফীঃ ১৬,০০০/- শিক্ষার্থী এবং অবিভাবক সাথে আসতে হবে। প্রয়োজনীয় যোগাযোগঃ আকরাম সাহেবঃ ০১৯১৪ ৯৬৪০২৩ ভর্তির জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ এর অস্থায়ী ক্যাম্পাস (কিশোরগঞ্জ সদর হাসপাতাল) এর তৃতীয় তলায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজঃ মেধাস্থান ১০৬০-১৫৪২ : ০৩/১১/১৪ মেধাস্থান ১৫৮৪-১৭৭৩ : ০৫/১১/১৪ মেধাস্থান ১৮২১-১৮৩৭ : ০৬/১১/১৪ মেধাস্থান ১৮৩৮-১৮৫৪ : ০৮/১১/১৪ মেধাস্থান ১৮৫৮-১৮৭৮ : ০৯/১১/১৪ মেধাস্থান ১৮৭৯-১৮৯৭ : ১০/১১/১৪ মেধাস্থান ১৮৯৮-১৯১৫ : ১১/১১/১৪ মেধাস্থান ১৯১৭-২৭৩৬ : ১২/১১/১৪ কাগজপত্র : 1. SSC & HSC মার্কশীট, টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট, HSC রেজি ও এডমিট। (সবগুলোর মূলকপি ও ফটোকপি) 2. Admission test এর Student Copy ও Admit Card. 3. ছবি ৫ কপি (মেডিকেল Admit এর ছবি টা) 4. কোটায় চান্স পেলে কোটার স্বপক্ষে কাগজপত্র 5. টাকা নোটিশে লেখে নাই। ১২-১৩ হাজার হবে। 6. হোস্টেলের সীটের জন্য বাবা ও মার এক কপি পার্সপোট ছবি # Thanks to platform ...Best of luck to all of you, - কাব্যস লিখন, ভাইয়া ।।।
Posted on: Thu, 30 Oct 2014 16:39:59 +0000

Trending Topics



div class="stbody" style="min-height:30px;">
#Track:Am Back #Artist:Phenex First of all, hello to all, i jump
(Part II) A picture of daily life in the slums (Part II) = rampant
[BEKERJA DARI RUMAH] ingin punya penghasilan per bulan
Sothertons Business Centre and Professional Investment Services

Recently Viewed Topics




© 2015