বিয়ের ৩ মাস - TopicsExpress



          

বিয়ের ৩ মাস পরই হাবলুর বউ-এর বাচ্চা হল... হাবলু তার বউকে জিজ্ঞাসা করলোঃ “আচ্ছা,আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হল?” .. হাবলুর বউ বললোঃ “তোমার বিয়ের কয় মাস হইসে? ”হাবলু কয়ঃ “৩ মাস! ”হাবলুর বউ আবার জিগায়ঃ “আমার বিয়ের কয় মাস হইসে? ”হাবলু আবারো কয়ঃ “৩ মাস! ”হাবলুর বউ আবার জিগায়ঃ “আর, বাচ্চা কয় মাস পরে হইসে?? ”হাবলু আবারো কয়ঃ “৩ মাস! ” এইবার হাবলুর বউ জিগায়ঃ “তাহলে মোট কয় মাস হইল? ”হাবলু খুশিতে লাফাইতে লাফাইতে কইলোঃ “ নয় মাস! আমি তো ভয় পাইয়া গেসিলাম!! ”হাবলুর বউ মুচকি হাইসা কইলোঃ...…হ!! আমিও ডরাই ছিলাম প্রথমে! কিন্তু এহন দেহি তুমিও ব্যপুক হিসেব জানো।তাই বুইঝে নিলা।
Posted on: Sat, 23 Aug 2014 07:48:05 +0000

Trending Topics



t" style="margin-left:0px; min-height:30px;"> Friday june 7th we gathered for the funeral services of Sylvie

Recently Viewed Topics




© 2015