বার্সাকে ক্ষতিপূরণ দিবে - TopicsExpress



          

বার্সাকে ক্ষতিপূরণ দিবে ফিফা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ভালদেস । প্রায় ৬ সপ্তাহ (৪২ দিন) মাঠের বাইরে থাকতে হবে ভালদেসকে । ফিফার নিয়ম অনুযায়ি কোন প্লেয়ার দেশের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে ২৮ দিনের বেশি দিন পরেও ইনজুরিতে থাকলে ঐ প্লেয়ারের ক্লাবকে ফিফা ক্ষতিপূরণ দিবে । এজন্য ভালদেসের ইনজুরির ২৮ দিন পর থেকে পরের ১৪ দিন বার্সাকে ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ২০৫৪৮ ইউরো করে দিবে ফিফা । তবে এরপরেও ভালদেস ইনজুরির কারণে ফিট না হলে যতদিন পর্যন্ত ভালদেস পূর্ণ ফিট না হবেন ততদিন পর্যন্ত ফিফা প্রতিদিন এই পরিমাণ অর্থ বার্সাকে দিতে থাকবে ।
Posted on: Thu, 21 Nov 2013 19:59:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015