বাংলাদেশ কৃষি - TopicsExpress



          

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , দক্ষিন এশিয়ার কৃষি শিক্ষার অন্যতম বিদ্যা পীঠ । এবার যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ পষ্টটি তাদের জন্যে । কোন অনুষদে পড়ব এটা নিয়ে ছোট বড় ঝামেলায় সবাই পরে , ব্যাপার টা একটু clear করার চেষ্টা করি । সত্য কথা এতাই যে আমরা সবাই ভাবি যে কোন সাবজেক্ট এর ডিমান্ড ভালো, সেটায় ভর্তি হতে হবে । উচিত হচ্ছে তুমি কোন লাইনে দক্ষ তার উপর বিচার করা । কারন প্রতিটা বিষয় এই কাজের ক্ষেত্র আছে তাই ওই বিষয় এর সৃষ্টি । #ভেটেরিনারি অনুষদ (faculty of veterinary science) : মেডিকেল টাইপ এর পড়ালেখা । যাদের বায়োলজি ভালো লাগে , ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছা তারা তাদের অপূর্ণ স্বপ্ন এখানে পুরন করতে পার । বিসিএস এ কোটা আছে ভেটেরিনারি সার্জেন্ট হিসেবে । এছাড়াও প্রাইভেট ফার্মে অনেক ভালো অবস্থান । আমাদের দেশের তুলনায় বাইরে এই ডিগ্রি অনেক দামি । অপরদিকে যাদের মুখস্ত বিদ্যা ভালো লাগে না তারা কিছুদিন পরেই এই বিষয় নেয়াটা ভুল ছিল এই চিন্তায় ভুগবা।কারন বা.কৃ.বি. এর অন্নান্য বিষয় এর তুলনায় এটার পড়ালেখা একটু কঠিন । তবে নামের সাথে ডাক্তার লাগানোর ইচ্ছা থাকলে এটাই তমার জন্যে best ।৫ বছরের undergraduate এবং দেড় বছরের masters of science ডিগ্রী #কৃষি অনুষদ (faculty of agriculture) : ভেটেরিনারি এর মুখস্ত বিদ্যা যাদের পছন্দ না তারা অনেকেই এটাকেই প্রথম চয়েজ দেয় । অধিকাংশ পড়ালেখা practical based । বিসিএস এ কোটা আছে agricultural extension officer হিসেবে । দেশে অনেক research institute আছে এই লাইন এর ছাত্রদের জন্যে । বা.কৃ.বি. এর কৃষি অনুষদ এর ছাত্ররাই দেশের কৃষি উন্নতিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় এর সুচনা লগ্ন থেকে । ৪ বছরের undergraduate এবং দেড় বছরের masters of science ডিগ্রী । #পশুপালন অনুষদ (faculty of animal husbandry) : আমার মত অনেকেই এই নাম দেখে চয়েজ ফরমে শেষের দিকে রাখে । ব্যাক্তিগত অভিগ্যতা থেকে বলতে পারি আমি নিজেও এই অনুষদ সম্পর্কে বিস্তারিত জেনে এটাতেই ভর্তি হই । প্রাইভেট সেক্টর যাদের পছন্দ তাদের জন্যে এটা best । বাকিসব অনুষদ থেকে এই অনুষদ এর প্রাইভেট সেক্টর অনেক ভালো । অনেকেই ডিরেক্ট জানতে চাবে ভাই সালারি কত? আমাকে ইনবক্স করিও,হতাশ করব না । আর বিছিএস এ কোটা তো আছেই ulo (upajela livestock officer) হিসেবে । এখানে অন্যতম সুবিধা হচ্ছে আমরাই সব , অন্য কোন বিশ্ববিদ্যালয় এই ডিগ্রী দেয় না । দেশের ডেইরী সেক্টর দিন দিন উন্নত হচ্ছে,উন্নয়নের পেছনে এই অনুষদের ছাত্ররাই জরিত । পোল্ট্রি বিজ্ঞান ,animal genetics,animal nutrition,animal science এগুলার নিজ নিজ বিস্তৃত কর্মক্ষেত্র আছে ।সাড়ে ৪ বছরের undergraduate এর দেড় বছরের masters of science । #মাৎস্য বিজ্ঞান অনুষদ (faculty of fisharis ) : কেউ যদি ক্যাম্পাসে মজায় কাটাতে চাও এটা best । তুলনামুলক পড়ালেখা কম ,result অনেক ভালো হয় , ফলে বাইরের দেশে যাওয়াটা সহজতর হয় । ব্যাক্তিগত মত থেকে বলতে পারি বিছিএস এর ক্ষেত্রে এই অনুষদ best , প্রতিটি উপজেলায় ২ জন ফিশারিজ ক্যাডার থাকে এখন । প্রাইভেট সেক্টর অনেক ভালো ,দেশের মৎস্য সেক্টর আজ অনেক উন্নত এর কারন এই অনুষদ ।৪ বছরের undergraduate এবং দেড় বছরের masters of science ডিগ্রী । #কৃষি প্রকৌশল এবং কারিগরি অনুষদ (faculty of agricultural engineering and technology) : এদেশের কৃষি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লাগলেও বিশ্বের তুলনায় আমরা এখনো পিছিয়ে আছি ।এই যায়গায়ই কাজ করে যাচ্ছে engineer রা । এজন্যে এদেশের তুলনায় দেশের বাইরে এই অনুষদের একটা ডিগ্রী এর অনেক দাম । তবুও পল্লিবিদ্যুত থেকে শুরু করে দেশের অনেক ক্ষেত্রে কৃষি engineer দের কদর অনেক বেশি । ৪ বছরের undergraduate এবং দের বছরের masters o0f science ডিগ্রী । #food engineering : কৃষি প্রকৌশল এবং কারিগরি অনুষদ এর একটি অংশ এটা যেখান থেকে আলাদা ৪ বছরের undergraduate ডিগ্রী দেওয়া হয় । দেশের food processing industry তে এই ছাত্রদের অনেক ডিমান্ড । মুলত রসায়ন এ দক্ষ রাই পারবে এই বিষয়ে ভালো করতে । #কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ (faculty of agricultural economics and rural sociology ) : বিজ্ঞান বিভাগ থেকে পরে এই বিষয়ে অনেকেরি interest কম থাকে । এজন্যে অনেকেই পেছনের দিকে এই অনুষদ কে রাখে । কিন্তু মনে রাখতে হবে দেশের যত research নিয়ে কাজ হয় তা পরিচালনা করে এই অনুষদের ছাত্ররা । ব্যাংকিং থেকে শুরু করে যে কোন industry চালাতে লাগে agricultural economist . এখন আসি মূল কথায় BAU এর সব বিষয়ই নিজ নিজ জায়গায় অনেক তাৎপর্যপূর্ণ । তোমার যেটা ভালো লাগবে সেদিকে আগাও । অনেকের চিন্তা থাকে বিসিএস নিয়ে । general cadre হতে চাইলে কোন বিষয়ে পরলা fact না । এর টেকনিক্যাল ক্যাডার হতে চাইলে তোমার চয়েজ ফর্ম এমন হয়া উচিত _ ১।ফিশারিস ২। কৃষি ৩। পশুপালন বা ভেটেরিনারি ব্যাংকিং সেক্টর এর জন্যে কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ passion যদি থাকে engineering তবে কৃষি প্রকৌশল এবং কারিগরি অনুষদ । আর private sector এর দিক থেকে _ ১। পশুপালন ২।মাৎস্য বিজ্ঞান ৩। ফুড দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে নিজের দক্ষতা কে গুরুত্য দিবা যেমন রসায়ন ভালো লাগলে ফুড , biology ভাল লাগলে vet .BAU এর সব বিষয়ই applied ,সব যায়গা থেকেই ভবিষ্যৎ উজ্জ্বল । প্রশ্ন হচ্ছে তোমার পড়ার বিষয় তোমার ভালো লাগছে কিনা , উত্তর positive হলে তমাকে shine করা থেকে কেউ ঠেকাইতে পারবে না ইনতিসার আউয়াল প্রিয় পশুপালন অনুষদ লেভেল -১ , সেমিস্টার -২ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
Posted on: Mon, 10 Nov 2014 11:31:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015