বাংলাদেশ জামায়াত ইসলামী - TopicsExpress



          

বাংলাদেশ জামায়াত ইসলামী আঠার দলের সব চাইতে বড় শরীক। এই জামায়াতই চার বছর ধরে আঠারো দলের অস্তিত্ব প্রমান করেছে। আওয়ামী সরকার দেখল সাড়ে চার বছরের ব্যার্থতা,লুটতরাজ,দূর্নীতি,অন্তকোন্দল,গুম,খুন,নৈরাজ্য,অত্যাচার ব্যালটে বিশাল অবদান রাখবে। আর এই জন্যে ব্যালট নিরাপদ রাখতে তত্বাবধায়ক বাদ দেওয়া। কিন্তু ঈদের পর আঠারো দল সম্মিলিত ভাবে যে আন্দোলন করবে সেখানে জামায়াতের উপস্থিতি ঠেকেতে এই অপকৌশল। কেননা এই সাড়ে চার বছরে শত বাঁধা,বিপত্তি পেরিয়ে রাজপথ নিজেদের দখলে রেখেছে এই ইসলামপন্থী দলটি। এদের একতা ও সাহসের কাছে বারবার পরাস্ত হয়েছে সরকার। তত্ত্বাবধায়ক ইস্যুতে যদি এমন হয় তবে আওয়ামীলীগ অস্তিত্ব হারিয়ে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যাবে। তাই নিবন্ধন বাতিলের নামে আন্দোলনের মোড় ঘুরানো এবং জনগনকে বিভ্রান্ত করা সরকারের মূল উদ্দেশ্য। এসব উস্কানীতে যদি কাজ না হয়,তবে জামায়াত নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দিতে ও কার্পন্য করবে না এই মহা লুটেরা সরকার। বারবার জামায়াতকে আঠারো দল ছাড়ার কথা বলা হলে ও জামায়াত রাজি হয় নি। তাই জামায়াতের নিবন্ধন বাতিল করা হল। এতে করে আঠারো দল চরম দুর্বল হয়ে পড়বে যতটা নয় জামায়াত। সরকারের উদ্দেশ্য আঠারো দলকে কাবু করা। চির কাল ক্ষমতা ধরে রাখা। এই অসৎ উদ্দেশ্য সফল করতে তারা হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর নাম অপপ্রচার করেছে। যা মোট ভোটের ত্রিশ ভাগ নিয়ন্ত্রন করবে এই নির্বাচনে।জামায়াতে ইসলামী নিয়ন্ত্রন করবে বাইশ শতাংশ আঠারো দলের অন্যরা করবে আটাশ শতাংশ তবে আওয়ামীদের ক্ষমতার পথ বন্ধ হয়ে যায়। তাই এই অপকৌশল যাতে জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখা যায়,হেফাজতের বিষয়ে বলা হয়েছে। বিরোধী দলীয় নেত্রী ও গ্রেফতার হতে পারেন। এভাবেই দেশে বাকশাল কায়েমই হায়েনার লক্ষ্য। তত্ত্বাবধায়ক বিহীন নির্বাচন,হেফাজতের নামে অপপ্রচার,জামায়াতের নিবন্ধন বাতিল সবই একসূত্রে গাঁথা। কি আছে এই জাতির কপালে একদলীয় সৈরশাসন নাকি গনতান্ত্রিক ব্যবস্থা। তবে গনতন্ত্রের পথে আওয়ামীলীগ বিশাল বাঁধা ও ক্ষমতার প্রয়োজনে তারা আরো একটি গনহত্যা চালাতে দ্বিধা করবে না। ইতিহাস বলে সেই সিরাজের শাসন থেকে নীলকর হয়ে বালাকোট সাতচল্লিশ বায়ান্ন আর একাত্তরের নয় মাসের রক্তাক্ত ইতিহাস। পচাত্তরের সুমহান ঐতিহ্য নূর হোসেনের রক্ত লগি বৈঠার তান্ডব আটাইশে ফেব্রুয়ারী ছয় মে আরেকটি গনহত্যা। শত্রু অচেনা নয়,বদলাতে পারে ইতিহাস। প্রয়োজন আরেকটা যুদ্ধের,আরেকটা পঁচাত্তরের ও জিয়াউর রহমানের মত কোন এক নেতার।
Posted on: Thu, 01 Aug 2013 10:20:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015