বাংলাদেশ দলকে রয়েল - TopicsExpress



          

বাংলাদেশ দলকে রয়েল বেঙ্গল টাইগার বলা হয় কেন? কেন ভারতীয় দলকে রয়েল বেঙ্গল টাইগার বলা হয়না?এ দুটো প্রশ্ন আপনাদের জন্য। বাংলাদেশ দলের ব্যার্থতার সবচেয়ে বড় কারন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।তাদের নিয়ে নতুন করে বলার কিছু নাই। দ্বিতীয় কারন বাঘ উপাধি। বাঘ যখন ভরাপেটে থাকে তখন তার মত শান্ত প্রানী আর হয়না।ক্ষুধার্ত বাঘ খাবারের জন্য যতটা হিংস্র হয় ততটা বোধহয় অন্য প্রানী হয়না।ঠিক একই অবস্থা বাংলাদেশ দলের। যখন দেখবেন ঘরোয়া খেলে টাকা পাচ্ছেনা,নিজেদের বেতন ভাতা ঠিকমত পাচ্ছেনা,কিংবা ফর্ম এতটাই খারাপ যে বাদ পড়ে যাবে ঠিক সেই মুহুর্তে জ্বলে উঠবে।কিন্তু যখন সব ঠিকঠাক চলবে তখন হাগা কষা হয় তাই মাঠে গেলেই পেট ব্যাথা শুরু হয়ে যায়। একজন দূর্বল লোক এবং একজন সাহসি লোক রাত বারোটার সময় বাড্ডার চিপা রাস্তা দিয়ে যাচ্ছে।দুটো রিক্সাই ছিনতাইকারীরা আটক করে সাহসি লোকটি জীবন বাজি রেখে মারপিট করে ভোঁদৌড় দিয়ে নিজের সবকিছু রক্ষা করে যদিও সে আহত হয়েছে তবুও সে তৃপ্ত। দূর্বল বা ভীতু লোকটি ছিনতাইকারীদের দেখেই হিসু করে দেয় এবং নিজের যা কিছু ছিলো সব দিয়ে দেয়।এবং আফসোসের আগুনে পুড়তেই থাকে। ইশ যদি সাথে কেউ থাকতো কিংবা এতরাতে বের হলাম কেন ভেবে আগুনে ঘি ঢেলে জ্বলতেই থাকে। বাংলাদেশ ক্রিকেট দলকে কোনদলে ফেলা যায় তা মনে হয় একমাত্র ফকিরের চাওয়ার সাথেই সম্পর্কযুক্ত। হাল ছেড়োনা বন্ধু কন্ঠ ছাড়ো জোরে....... আশাবাদী গল্প আর নীতিগল্প বাংলাদেশ দলকে স্যালাইন হিসেবে গিলে খাওয়ালেও হাগা কষা সারবেনা।গো হারা হারার পরে বাংলাদেশ দলের সাথে যারা আছে কিংবা যারা এখনো আশাবাদী তাদের কৌষ্ঠকাঠিন্য সারাতে ডাক্তার এর মুখাপেক্ষা হওয়া প্রয়োজন। 💕 #বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). A1 = Awesome!G=(good). B=(bad). লিখে কমেন্ট করবেন। তাহলে পরে আর ভাল পোষ্টে নিয়ে হাজির হব । 💕 ধন্যবাদ 💕 ღ_এসফোরবি ডট কম_ღ
Posted on: Sat, 30 Aug 2014 05:27:28 +0000

Trending Topics



ttext" style="margin-left:0px; min-height:30px;"> Na prática o projeto de lei 478 de 2007, chamado “Estatuto do
Foto de un servidor público de Patillas Puerto Rico Don Andrés
Cash Advance Limit Capital One : Cash Advances CLICK HERE TO
Buy Womens Sonora Air Jacket If you are looking to Womens

Recently Viewed Topics




© 2015