বাংলাদেশের খেলোয়ারদের - TopicsExpress



          

বাংলাদেশের খেলোয়ারদের রানের উপর একটা স্কেল করে দিয়া উচিত। রানের উপর ডিপেন্ড করে তাদের বেতন হবে। রান প্রতি দেয়া হবে ১০০ টাকা করে। তামিম ৩৭*১০০ = ৩৭০০ টাকা পাবে। আনামুল ৭*১০০ = ৭০০ টাকা নাসির ৬*১০০ = ৬০০ টাকা। আর বোলার রা পাবে ১ উইকেটের জন্য ১০০০ টাকা করে। বোল্ট করলে পুরাই পাবে বোলার কিন্তু ক্যাচ হলে ধরাআলা পাবে ২০০ টাকা। রান আউট করতে পারলে থাকবে বোনাস ২০০০ টাকা উইকেট প্রতি। খেলা শেষে যা পরিস্তিতি হবেঃ ** তামিম তার মাকে ফোন দিয়ে বলবে মা মা মা আজ তোমার ছেলে অনেক টাকা ইনকাম করেছে। বাবা কে রহিম চাচার দকান থেকে ১ কেজি মাছ নিতে বলো। টাকা আমি এসে দিব।অনেক দিন তোমাদের মাছ খাওয়াতে পারি না। ** বিজয় তার বাড়িতে কুষ্টিয়া ফোন দিবে ছোট ভাইকে বলবে কালকে বাজারের টাকা পাঠাতে পারব না। যা পাইছি এখানে খেতেই শেষ। তোরা কারো কাছ থেকে ধাঁর নিস আমি সামনে ম্যাচে কিছু রান করে শোধকরে দিব। ** নাসির তার বাড়িতে জানাবে যে আম্মু বাসাই যে ১২০ দিনের গ্যালাক্টোজ ডি আছে ওইটাই সব খাও। ইনকাম নাই। খুব কষ্টে আছি। ব্যাটে একদম রান নাই।আল্লাহ্ আল্লাহ্ করো। ** মুস্ফিক রিয়াদ সামসুরের কাছে বাড়ি থেকেই ফোন আসবে। আর ফোন আসার পর তারা বলবে - বাপ আর টাকা দিতে পারব না । খেলা ছেড়ে ওইখানে কোন কামলার কাজ পেলে করে খা
Posted on: Tue, 26 Aug 2014 02:39:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015