বাংলাদেশের চাকরি বাজার, - TopicsExpress



          

বাংলাদেশের চাকরি বাজার, মুল্যায়ন পদ্ধতি ও দৃস্টিভঙ্গি নিয়ে সকল শিক্ষিত পরুয়া/চাকরি প্রত্যাশি দের কাছে কিছু প্রশ্নঃ- *I am Muhammed Shakil Ahmed 25. *BBA Finance 1st class, Daffodil University. *well communication skill both bangla english hindi urdu. *well computer skill Office app, web design development, graphics design, video editing. *job skill 3yrs. *honest responsible dutiful. এখন কথা হরো যত ভালো বর প্রতিস্ঠানে apply করিনাকেন সবাই সবাই বলে শাকিল শাহেব আপ্নার সকল কুয়ালিটি কুয়ালিফিকেশন আছে তবে একটাই প্রবলেম আপনার বয়স কম।। আবার কিছু প্রতিস্ঠান আছে যারা বর পদ অবসর প্রাপ্ত সেনা নৌ বিমান অফিস্যারদের জন্য বরাদ্য থাকে। অথচ তারা একাউন্টেন্ট ফাইন্যান্স কখনো হয়তো পরেইনি। আবার আজকাল sce bcs eee করে বিভিন্ন প্রতিস্ঠানে Accountant Management পদে চাকরি করছে। যা অনৈতিক।। যেখানে আমাদের কে কস্ট করে মাথা ঘামিয়ে এসব জ্ঞান অর্জন করতে হয়। ★সমাজপতি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জ্ঞানবিদদের কাছে আমার প্রশ্ন তাহলে কেন কেন কেনঃ- *কেন আমরা BBA MBA হনার্স মাস্টার্স গ্রজুয়শন করবো? *কেন শিক্ষাকে বয়সের ভারে বিচার করা হবে? *কেন অভিজ্ঞতা সততা কে সম্মান করা হবে না? *কেন এক ট্রেকের স্টুডেন্ট অন্ন ট্রেকে জব পাবে? *কেন সমাজে মামা খালু পাতির জোর সর্বস্তরে? তাহলে #জুলিয়্যান_এসান্জ #মার্কজুকারবার্গ #বিলগেইট্স #উইলকিলিস কি অল্প বয়সে বর বর আবিস্কারের আগে গ্রহন যোগ্যতার আগে আরও কয়েকবার জন্ম নিয়েছিলো??? নাকি ২৫ বসর বয়সে জারা police officer SI OC, ADVOCATE, political LEADER, ব্যাংকের MTO Officer, Army officer, naval officer, Air force officer ইত্যাদি হয় তারা কি অযোগ্য, নাকি প্রশিক্ষ দিয়ে যোগ্য করে গরেছেন আসলে এইসব অব মুল্যায়নের কারনেই বাংলাদেশটা আজ অধপতনে যাচ্ছে, জ্ঞানের প্রকিত সৎব্যাবহার সম্মান না দেওয়াটাই যেন সর্বস্তরে গৃহিত সত্য। সকলের প্রতিবাদি হওয়া উচিৎ তাই নয় কি?
Posted on: Fri, 02 Jan 2015 15:24:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015