বাংলাদেশের তৃতীয় - TopicsExpress



          

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড দেশে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবায় থ্রিজিতে গ্রাহক সংখ্যার দিক থেকে সবার শীর্ষে উঠে এসেছে। রবির বর্তমান থ্রিজি ইন্টারনেট সেবা গ্রহণ করছে দেশের ১৩ লাখ ৫ হাজার ব্যবহারকারি। দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। এরপর যথাক্রমে রয়েছে টেলিটক, বাংলালিংক এবং এয়ারটেল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির কাছে সম্প্রতি সকল অপারেটর থ্রিজি ইন্টারনেট গ্রাহকের প্রতিবেদন জমা দিয়েছে। দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের থ্রিজি সেবা বর্তমান দেশের ৬৪টি জেলা শহরে চালু রয়েছে। তবুও তারা রবির থ্রিজির গ্রাহক থেকে পিছিয়ে রয়েছে। সর্বশেষ হিসেবে গ্রামীণফোনের সারাদেশে থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারি ১২ লাখ ৮৭ হাজার। যা রবির থেকে ১৮ হাজার কম। গ্রামীণফোনের পরেই থ্রিজি ইন্টারনেট সেরা অবস্থানে রয়েছে দেশের একমাত্র সরকারি টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। জুলাই মাসের শেষে প্রতিষ্ঠানটি মোট থ্রিজি ব্যবহারকারী ১০ লাখ ৪৪ হাজার। থ্রিজির গ্রাহক সংখ্যার দিক থেকে এর পরের অস্থানে আছে বাংলালিংক। মোট গ্রাহক সংখ্যায় দ্বিতীয় স্থান থাকলেও অপারেটর নেটওয়ার্কে থ্রিজির গ্রাহক আছে ৬ লাখ ৬৯ হাজার। আর থ্রিজি ইন্টারনেট সেবায় সবার পেছেনে রয়েছে ভারতীয় মোবাইল অপারেটর এয়ারটেল। তাদের মোট থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারি ৫ লাখ ৩৯ হাজার। প্রসঙ্গত, সম্প্রতি অপারেটরগুলোর জমা দেওয়া ওই প্রতিবেদন থেকে জানা গেছে, জুলাই মাসের শেষে দেশে মোট থ্রিজি ফোন ব্যবহারকারির সংখ্যা ৪৮ লাখ ৪৪ হাজার ৫৪৭ জন।
Posted on: Fri, 22 Aug 2014 10:16:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015