বাংলাদেশের তৃতীয় শক্তির - TopicsExpress



          

বাংলাদেশের তৃতীয় শক্তির রাজনীতি এবং অর্থনীতি ১৫ 3rd Force in Bangladesh- Politics & Economics 15 ১৯৭১ সালের ২৫ মার্চ ধানমন্ডির বাড়িতে হামলা চালিয়ে পাকিস্তানী আর্মীর মেজর জেড এ খান এবং ক্যাপ্টেন বিলাল শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে আসে। বাড়ির গার্ড ছাড়া আর কাউকে মারা হয়নি এবং শেখ মুজিবকে গালাগাল এবং কিছুটা শারীরিক আঘাত করা (চড় মারা) হয়েছিল বলে জানা যায় ব্রিগেডিয়ার (অবঃ) জেড এ খান-এর লেখা হতে। বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার তালিকা প্রস্তুতকারী আই এস আই (ISI) এর কর্তা মেজর জেনারেল রাও ফরমান আলী মেজর জেড এ খানকে বলেছিলেন যে শুধু একটি জীপে করে এবং সিভিল ড্রেসে দুজন যেয়ে শেখ মুজিবকে গ্রেফতার করে আনতে এবং তাকে জীবিত ধরে আনতে। তরুণ মেজর জেড এ খান আপত্তি করে বলেন যে জনগণ বাড়ি ঘিরে রাখতে পারে তাই এক কোম্পানী সৈন্য লাগবে। মেজর জেড এ খানের কিছুটা আপত্তি লক্ষ্য করার কারণে শেষে পাকিস্তান হতে আসা জেনারেল হামিদ খানের কাছে নিয়ে যাওয়া হয় ।তিনি নিজে না কী জেড এ খানকে সুস্পষ্টভাবে আদেশ দিয়েছিলেন এই বলে যে শেখ মুজিবকে অবশ্যই জীবিত ধরে আনতে হবে ।শেখ মুজিবকে গ্রেফতার করতে হবে এ আদেশ দিয়েছিল ইয়াহিয়া ২৪ মার্চ ( আলোচনার শেষ দিনে ) ক্যান্টনমেন্টে বসে মিটিং করে । আর ২৫ মার্চ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। শেখ মুজিবকে গ্রেফতার করে প্রথমে পুরনো সংসদ ভবনে আনা হয় -সেখান হতে একটি স্কুলের একটি ঘরে তাকে একরাত রাখা হয় এবং তার পরে ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়।জেনারেল টিক্কা খান তখন দেশ জুড়ে বাংগালী বধ অভিযান পরিচালনা করছিলেন। শেখ মুজিব এবং ডক্টর কামাল হোসেনকে অবিলম্বে এবং গোপনে প্লেনে তুলে পাকিস্তানে চালান করা হয়। কামাল হোসেন গ্রেফতার বরণ করেছিলেন কারণ শেখ মুজিব তার দলের এই প্রতিভাবান আইনবিদকে সাথে রাখতে চেয়েছিলেন।এখন প্রশ হলো শেখ মুজিব পাকিস্তানী আর্মীর কাছে কেন গ্রেফতারি বরণ করলেন ??????
Posted on: Tue, 25 Jun 2013 16:13:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015