বাংলাদেশের পরিস্থিতিতে - TopicsExpress



          

বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন বান- কি-মুন ******************************************** ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে সহিংস ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান- কি মুন। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র একথা জানিয়েছেন। বান-কি মুন বাংলাদেশের সব পক্ষকে শান্ত থেকে আইন মেনে নিজের মত প্রকাশের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেছেন, দুই নেত্রীর সংলাপের প্রক্রিয়া এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে। প্রসঙ্গত, দুই প্রধান দলকে সমঝোতায় আসতে কয়েক মাস আগে দুই নেত্রীকে টেলিফোন করে কথা বলেন তিনি। সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে ঢাকায়ও পাঠিয়েছিলেন। জাতিসংঘ মহাসচিবের ওই আহ্বানের পর চলমান ঘটনা প্রবাহে শেখ হাসিনা ও খালেদা জিয়া এক দফা টেলিফোনে কথা বলেছেন। তবে তাদের সেই সংলাপ এগিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। *abc*
Posted on: Fri, 01 Nov 2013 08:08:28 +0000

Trending Topics



">
Replacement Battery for BLACK & DECKER HP148F2R, HP148F3B,
Tonight was a late night for me at the gym, but I still got my
Der er stadig plads på alle vores hold, vores fantastiske
As Salam Alaikum Brothers & Sisters in Islam

Recently Viewed Topics




© 2015