বাংলাদেশ সেনা বাহিনী - TopicsExpress



          

বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক যে কয়েকটি প্রতিষ্ঠান পরিচালিত হয় তার মধ্যে Bangladesh Machine Tools Factory (BMTF) Ltd. অন্যতম। ঢাকা থেকে ৪০ কি। মি। দূরে গাজিপুরে এটি স্থাপন করা হয়েছে। ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি যান্ত্রিক শিল্পে এটি এক অনন্য কারখানা। বিভিন্ন বৈদ্যতিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, জুতা ও বুট নির্মাণে এ প্রতিষ্ঠান বিশেষ সুনাম অর্জন করেছে। রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠানের মত এটিও যখন বার বার ক্ষতির সম্মুখীন হচ্ছিল ঠিক তখন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পর এটি লাভের মুখ দেখছে। সেনাবাহিনীর সুদক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলিত কর্ম পরিবেশের কারনে এটি আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে পুলিশ ভ্যান, পিক আপ সহ নানারকম গাড়ির সংযোজন সফলভাবে এখানে করা হচ্ছে । বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ওয়েব সাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। Bangladesh Machine Tools Factory (BMTF) Ltd. এর পাশেই রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা Bangladesh Ordnance Factory(BOF). এখানে বিভিন্ন অস্ত্র তৈরি করা হয় যা বাংলাদেশের স্বশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনে ব্যবহৃত হয়। রাষ্ট্রীয় গোপন বিষয় জড়িত থাকায় এ প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানোর সুযোগ নেই। #collected
Posted on: Thu, 14 Nov 2013 08:36:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015