বাংলাদেশে সবসময় - TopicsExpress



          

বাংলাদেশে সবসময় হিপক্রেট ওথ মানা সম্ভব নয়............ বলতে গেলে খারাপ শোনাবে। তবুও বলতে হবে। ডাক্তারদের জীবন সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য এবং রোগী ও ডাক্তারের মাঝে সুসম্পর্ক বজায় রাখার জন্য , বিশ্ব চিকিৎসক সমাজ কতোগুলো নিয়ম-কানুন বেঁধে দিয়েছেন। নিঃসন্দেহে এ ব্যাপার টি প্রশংসনীয়। কিন্তু ভেবে দেখুন তো একবার?বাংলাদেশে কি এর সব গুলো মানা সম্ভব? এখন প্রশ্ন আসবে, কেন সম্ভব না???? আসুন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি।। হিপক্রেট ওথ বানানো হয়েছে ইওরপ ও আমেরিকার ডাক্তার ও রোগীদের কথা চিন্তা করে। সেখানে এই ওথ মানা সম্ভব। কারন, ১)সেখানকার রোগীরা ও রোগীর আত্মীয় স্বজন রা কথায় কথায় ডাক্তারের কলার ধরে না। ২) সেখানকার মানুষ জন অনেক ধৈর্যশীল। ৩) সেখানকার মানুষজন ডাক্তারের থেকে বেশি বুঝে না। ৪) সেখানে কোন ওঝা- বদ্দ্যি- কবিরাজ এর আধিপত্য নাই। ৫) সেখানে সাংবাদিক ও মানবাধিকার কমিশন সবসময় ডাক্তারদের পিছনে লেগে থাকে না। ৬) সেখানে মেডিকেল টেকনোলজিস্ট রা নিজেদের ডাক্তার মনে করে না। ৭) সেখানে ডাক্তারদের জীবনের নিরাপত্তা আছে। ৮) সেখানে সরকারি ভাবে ডাক্তার দের সচ্ছলতার ব্যাপারে খেয়াল রাখা হয়। ৯)ডাক্তারদের মাঝে ঐক্যহীনতা। এই দেশে আছে। বিদেশে নাই। ১০)বিদেশে প্রাইভেট- সরকারি দ্বন্দ্ব নেই। ১১)কাক কাকের মাংস না খেলেও এ দেশে ডাক্তার রা ডাক্তারদের মাংস খায়।বিদেশে তা হয় না। ......... আরও কত কি!! দোষ শুধু নন - মেডিকেল দেরই নয়। ডাক্তারদের ও আছে। যাই হোক , বিশ্ব চিকিৎসক নেতৃবৃন্দ ওথ বানানোর সময় হয়তো বাংলাদেশ সম্পর্কে জানতেন না। যদি জানতেন। তাহলে আমাদের জন্য তারা ভিন্ন ভাবে ভাবতেন।।
Posted on: Wed, 10 Jul 2013 08:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015