বাংলার জনগণ এর প্রতি - TopicsExpress



          

বাংলার জনগণ এর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোলা চিঠি। । বিছমিল্লাহির রাহমানির রাহিম । আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি খালেদা জিয়া বলছি। আমি বিএনপির চেয়ারপার্সন, ২০ দলীয় জোটের প্রধান, তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে,দেশের ৯০% জনগণের সমর্থন নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ আওয়ামীলিগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা করছি । সে সাথে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ১৫৪ জন সাংসদ ও বিগত ৫ই জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের বিলুপ্ত ঘোষণা করছি । আগামীকাল থেকে মন্ত্রীপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হল । কাল থেকে কোন সরকারি টেন্ডার আহবান, বড় অংকের যেকোন সরকারি বিল পরিশোধ, বিদেশে সরকারীভাবে টাকা প্রেরণ সম্পুর্ন বন্ধ থাকবে। সেনাবাহিনীকে কোন রাজনৈতিক কর্মকান্ডে নীজেদের না জড়িয়ে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সর্বোচ্ছ সতর্ক থাকার আহবান জানানু হচ্ছে। বিজিবিকে সিমান্তের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার নির্দেশ দেয়া হচ্ছে। পুলিশ এবং র্যাবকে একমাত্র চোর ডাকাত, চোরাচালানী, ছিন্তাইকারী, মাদকদ্রব্য বহনকারী সহ একমাত্র সামাজিক অপরাধে জড়ীতদের দমনে তাদের ভূমিকা সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিচ্ছি ।কাল থেকে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত বা অবৈধ সরকারে লেজুড়বৃত্তি করার অপরাধে যেকোন পুলিশ, র্যাব, বিজিবি তথা সকল প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দেয়ার বিধান জারী করছি। যে সকল সাংবাদিক, সংবাদপত্র,অনলাইন পত্রিকা, রেডিও, স্যাটেলাইট রেডিও ও টিভি এই অবৈধ সরকারের হয়ে মিথ্যা প্রোপ্যাগান্ডা চালাবে, তাদের লাইসেন্স বাতিল সহ তাদের বিরুদ্ধে কঠিন শাস্থির ব্যাবস্থা নেয়া হবে বলে ঘোষণা করছি। কাল থেকে সরকারি অফিস, অবৈধভাবে সরকারীকৃত সকল আদালত বন্ধ ঘোষণা করা হল । এই অবৈধ সরকারের পতনের পর, আমরা অতিসত্ত্বর সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্বিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মাধ্যমে নূতন সরকার গঠন করব ইনশাআল্লাহ । আমি এদেশের ৯০% মানুষের প্রতিনিধি হিসেবে, সর্বোচ্ছ সংযম প্রদর্শন করে এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দিচ্ছি । মহান আল্লাহ্ আমাদের সহায়। বাংলাদেশ জিন্দাবাদ। -------------------------------------- দেশ নেত্রীর খোলা চিঠি লাইক কমেন্ট ও শেয়ার এর মাধ্যমে ফেসবুক এ ছরায় দিন। ধন্যবাদ
Posted on: Mon, 05 Jan 2015 04:48:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015