বাংলার রাজনীতিকে ঘৃনা - TopicsExpress



          

বাংলার রাজনীতিকে ঘৃনা করি ,বেশী ঘৃনা করি আমলীগ কে । তাই বলে ভাববেন না আমি এরশাদ পার্টি বা বিম্পি করি.. ধারনা পাল্টান..নাগরিক হলেই যে দল সাপোর্ট করতে হবে সেটা ভুল ধারনা।। -_- কিন্তু আমলীগ যেভাবে হেফাজতে ইসলাম কে অপমান করতে গিয়ে ইসলাম কে অপমান করেছে এবং প্রতিনিয়ত করেই যাচ্ছে সেটা একজন মুসলিম হিসেবে আমার নিকট অপমানজনক।। আপনারা যারা মুসলমান এবং আমলীগ করেন দয়া করে ভুলে যাবেন না আপনার কানে জন্মের পর পরই শুনেছেন আজান..জয় বাংলা নয়।। তাই এই জয় বাংলাকে সম্মান করুন কিন্তু দয়া করে জয় বাংলাকে সম্মান করতে গিয়ে ইসলামকে অসম্মান করবেন না।। মনে রাখবেন একদিন কিন্তু হিসাব দিতে হবে..সেদিন বঙ্গবন্ধু নিজেই হিসাব দেয়া ছাড়া পার পাবে না আপনাকে পার করা তো দূরের কথা।। -_- মনে রাখবেন সেদিন শত বার পৃথিবীতে এসে নিজেকে সংশোধন করতে চাইলে ও সুযোগ মিলবে না -_-
Posted on: Sun, 10 Nov 2013 16:59:18 +0000

Trending Topics



The
Gamestop Angebot : Bring 2 spiele mit und 10 euro Für fifa 15 Nur
My students were completing a fun activity sheet entitled the
BARGAIN* FOR SALE - Own a week at an incredible GOLD CROWN resort
This is incredible. This could possibly be the most corrupt
Paul Lafargue em O direito a Preguiça...o texto completo no link

Recently Viewed Topics




© 2015