বাংলার শেষ স্বাধীন নাবাব - TopicsExpress



          

বাংলার শেষ স্বাধীন নাবাব মির্জা মোহাম্মদ (সিরাজদ্দৌলা) কে বলা হলেও আসলে শেষ নবাব কিন্তু মীরজাফর। যে সিরাজদ্দৌলার মৃত্যুর পর মসনদে বসেন ইস্ট ইন্ডিয়া কম্পানির স্বার্থে তাদের হুকুমের দাস হয়ে। ২০১০ সালে মীরজাফর সিদ্ধন্ত নিল একটি গার্মেন্টস কম্পানি দিবে। যেহেতু ইস্ট ইন্ডিয়া কম্পানির আশীর্বাদ পুষ্ট এই নবাব তাই তার এই কম্পানির স্বার্থের দিকেও গভীর নজর দিতে হয়। নয়তো মীরজাফরের মসনদ নিয়ে টানাটানি পড়বে। ইস্ট ইন্ডিয়া কম্পানি ব্যাবসায় পটু। তারা গার্মেন্টস দেয়ার জন্য বাংলার এক পর্যটন এলাকা কুয়াকাটার সমুদ্র পাড় চিহ্নিত করলো। বায্যিক দৃষ্টিতে এতে বাংলার অর্থনীতির ব্যপক অগ্রগতি প্রতিয়মান। সিদ্ধান্ত হল মোট খরচের ১৫% ইস্ট ইন্ডিয়া কম্পানি আর ১৫% নবাব মীরজাফর তার কোষাগার থেকে দিবেন। বাকি ৭০% খরচ আসবে বিভিন্ন ব্যাংক থেকে। এই ব্যাংক লোণ ব্যবস্থা করবে মীরজাফর। আর যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন সব আসবে ইস্ট ইন্ডিয়া কম্পানির মাধ্যমে, তাদের দেশ থেকে এবং এই গার্মেন্টস এর পরিচালনাও থাকবে ইস্ট ইন্ডিয়া কম্পানির হাতে, নবাব শুধু তার কৃষি জমি গার্মেন্টস করতে দিবেন আর দিবেন অশিক্ষিত শ্রমিক (মানে ৮০% বরাদ্ধই কৌশলে ইস্ট ইন্ডিয়া কম্পানির)। কিন্তু মজার বিষয় হল গার্মেন্টস এর মালিক হবে উভয় ৫০% করে!!! মীরজাফর ভাবছে এইরকম একটা অসম চুক্তি বাংলার বোকাসোকা মানুষ বুঝতে পারবেনা। ওর কাছেই মনে হচ্ছে মাত্র ১৫% খরচ দিয়ে ইস্ট ইন্ডিয়া কম্পানি ৫০% এর মালিকানা পাবে আবার পরিচালনাও থাকবে তাদের হাতে(!!!) এটা অনৈতিক, কিন্তু পরক্ষনে মনে পরেগেল এর মাধ্যমেই ক্ষমতার মসনদ আরহন করেছে!!! তবুও মীরজাফর কোন রিস্ক এ যায়নি। কউকে যেন কিছু জানাতে না হয় তাই সংবিধান সংশোধন করে নিয়েছেন। অতি ধূর্ত মীরজাফর জানে দেশের মানুষ আন্দোলন করবে গার্মেন্টস এর বিষাক্ত পানি কুয়াকাটার সমুদ্র উপকূলের পরিবেশ নস্ট করবে বলে, কৃষি জমি নস্ট হবে বলে, কয়েক হাজার পরিবার উচ্ছেদ করতে হবে বলে... সর্বোচ্চ ইস্ট ইন্ডিয়া কম্পানিকে বলে কয়ে বুঝিয়ে জায়গাটা পাল্টালেই হবে, এর জন্য না হয় অন্য কিছু দিবে!!! কিন্তু আর বিষয় গুল নিয়ে এই জাতির ভাবার মতো অবস্থা এখনো তৈরি হয়নি... বিঃদ্রঃ এটি নিছক একটি ফিকশন... মিল খুঁজতে যাবেন না। সমসাময়িক কোন বিষয়ে কাকতালীয় ভাবে মিল পেলে এজন্য আপনি দায়ী।
Posted on: Sat, 28 Sep 2013 15:10:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015