বেশ কয়েকমাস আগের কথা... এক - TopicsExpress



          

বেশ কয়েকমাস আগের কথা... এক বাচ্চা শিশুর জন্য দুর্লভ ও নেগেটিভ রক্তের দরকার। আমি রক্তদাতা খুঁজে পেয়েছি, রক্তদাতার সাথে রোগীর বাবার যোগাযোগ করিয়ে দিলাম। কনফার্ম হল। রোগীর বাবা কিছুক্ষণ পরেই আমাকে কল দিলেন ভাই, রক্তদাতাকে কত টাকা দিতে হবে? আমি বললাম উনি স্বেচ্ছায় রক্তদান করবেন। কোন টাকা দিতে হবে না। তবে রক্তদানের পরে পানি কিংবা জুসের ব্যবস্থা রাখবেন। রক্তদাতার তাড়াতাড়ি Recovery জন্য এটা দরকারি। আর একটি জিনিস করতে হবে, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবার পরেও এই রক্তদাতার সাথে যোগাযোগ রাখবেন। এই রক্তদাতা নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন, বার বার কৃতজ্ঞতা প্রকাশ করলে ভুল কিছু হবে না সেইদিন তিনি অনেক অবাক হয়েছিলেন। এবং বলেছিলেন ঢাকায় এ পজেটিভ রক্তের দরকার পরলে যেন উনাকে জানাই। (তিনি আগেও রক্তদান করেছেন, কিন্তু কোন অপরিচিত রোগীকে রক্তদান করেননি।) ===================== রক্তদানের পর রক্তদাতাকে টাকা গ্রহন করতে অনুরোধ করবেন না, এতে রক্তদাতা বিব্রত বোধ করেন। রক্তদাতারা কখনো রক্তের বিনিময়ে টাকা চাইবেন না, এটা সম্পূর্ণ মানবতা বিরোধী (সুখবর হল, এমন রক্তদাতার সংখ্যা অতি নগণ্য... এবং যারা রোগীকে কল করে টাকার বিনিময়ে রক্তদান করতে চান তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা হাতে নিয়েছি... এই ব্যাপারটা আরো গুছিয়ে নেই... তারপর সবাইকে জানাবো... ) ===================== রক্তদান এমন একটি মহৎ কাজ যা অর্থ নিয়ে মূল্যায়ন করা যায় না। রক্তদাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, এটাই অনেক পাওয়া। হ্যাপি ব্লাড ডোনেটিং... Courtesy: sHuvo WhtЄvR #রক্তদান #Blood_Donation
Posted on: Wed, 08 Oct 2014 08:21:13 +0000

Trending Topics



rgin-left:0px; min-height:30px;"> The 8th Murder in the Financial Sector this year, and there is a

Recently Viewed Topics




© 2015